পোস্টগুলি

জুন, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অপূর্ণ রয়ে যায় ভালোবাসা থেকে যায় কিছু কথোপকথন...

ছবি
ছিলে আমার স্বপ্নে তুমি আজ কেন বহুদূর অনুভবে ভেসে আসে, সেই চেনা প্রিয়ও সুর । কাছে যেতেও সংশয়, দূরে থাকতেও লাগে ভয়, এলোমেলো লাগে সবই । অপূর্ণ রয়ে যায় ভালোবাসা থেকে যায় কিছু কথোপকথন. অপূর্ণ রয়ে যায় ভালোবাসা থেকে যায় কিছু কথোপকথন... রাত্রি গুলো দীর্ঘ হয় বিষণ্ণ ভাবনাতে, চাঁদটা যেন লুকিয়ে রয়, বিবর্ণ জোছনাতে । কাছে যেতেও সংশয়, দূরে থাকতেও লাগে ভয়, এলোমেলো হয়ে আমি । অপূর্ণ রয়ে যায় ভালোবাসা থেকে যায় কিছু কথোপকথন... অপূর্ণ রয়ে যায় ভালোবাসা থেকে যায় কিছু কথোপকথন... সৃৃতিগুলো মুছে যায় অচেনা কুয়াশাতে, সময় যেন জড়াতে চায় জলহীন বরষাতে । কাছে যেতেও সংশয়, দূরে থাকতেও লাগে ভয়, এলোমেলো হয়ে আমি । অপূর্ণ রয়ে যায় ভালোবাসা থেকে যায় কিছু কথোপকথন. অপূর্ণ রয়ে যায় ভালোবাসা থেকে যায় কিছু কথোপকথন...

সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি তাইতো আমি বসে একা

ছবি
তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিল রাজী অপেক্ষা সুদূর বর্ষনের, মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান বৃষ্টি তোমার আহবান।। সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি তাইতো আমি বসে একা, ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি ঘাসফুল গুলো সব ছন্নছাড়া।। তুমি চাইলে জোছনা, স্বপ্নীল কোনো এক রাতে আকাশটা ঘিরে প্রার্থনা, চাঁদটা বলবে হেসে, জোছনা এলে শেষে জানিও তোমার অভ্যর্থনা।। সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি তাইতো আমি বসে একা, ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি ঘাসফুল গুলো সব ছন্নছাড়া।

ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি ঘাসফুল গুলো সব ছন্নছাড়া।

ছবি
তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিল রাজী অপেক্ষা সুদূর বর্ষনের, মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান বৃষ্টি তোমার আহবান।। সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি তাইতো আমি বসে একা, ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি ঘাসফুল গুলো সব ছন্নছাড়া।। তুমি চাইলে জোছনা, স্বপ্নীল কোনো এক রাতে আকাশটা ঘিরে প্রার্থনা, চাঁদটা বলবে হেসে, জোছনা এলে শেষে জানিও তোমার অভ্যর্থনা।। সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি তাইতো আমি বসে একা, ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি ঘাসফুল গুলো সব ছন্নছাড়া।

আহারে, আহারে কোথায় পাবো তাহারে আমি কী দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে? সে ছিল দূরে দূরে তাকিয়ে।

ছবি
আমি কী দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে? সে ছিল দূরে দূরে তাকিয়ে। আহারে, আহারে কোথায় পাবো তাহারে, যে ছিল মনেরও গহীন কোণে? আমি কী দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে? সে ছিল দূরে দূরে তাকিয়ে। আহারে, আহারে কোথায় পাবো তাহারে, যে ছিল মনেরও অচিন কোণে? আকাশে, বাতাসে বসন্ত সুবাসে কোকিলের কুহু ডাকে তারি ছোঁয়া, অলিতে, গলিতে ঘরেতে বাহিরে যেথা যাই ডাকে মোরে তারি ছায়া। আমি কি দেখিনি হায় বুঝিনি, শুনিনি হায় তাহারও মনেরও আকুলতা? কেনো সে বোঝেনি হায় শোনেনি, জানেনি হায় আমারও বুকেরও অবুঝ কথা? উড়িয়া উড়িয়া, ঘুরিয়া ঘুরিয়া খুঁজিয়া বেড়াই তারে ডানা মেলে। এপারে ওপারে, দুয়ারে দুয়ারে শহরের খোয়াড়ে আঁকা মিছিলে। আমি কি দেখিনি হায় বুঝিনি, শুনিনি হায় তাহারও মনেরও আকুলতা? কেনো সে বোঝেনি হায় শোনেনি, জানেনি হায় আমারও বুকেরও অবুঝ কথা? আমি কী দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে? সে ছিল দূরে দূরে তাকিয়ে । আহারে, আহারে কোথায় পাবো তাহারে, যে ছিল মনেরও গহীন ঘড়ে

সপ্ন দেখার সপ্ন, বোনার প্রদ্বীপ শুধুই জ্বালো

তোমায় আমি এনে দেবো আকাশ ভরা তাঁরা, তোমায় আমি এনে দেবো বটবৃক্ষের ছায়া, নীল জোছনায় হাসবে তুমি সঙ্গে আমার খেয়া সপ্ন হয়ে ছুটব দুুজন আর হবে না ফেরা সপ্ন তোমার সত্য হবে, কষ্ট গুলো পথ হারাবে ইচ্ছে তোমার পূর্ণ হবে পথের মাঝে আমায় পাবে... আমার চোখে দেখবে তুমি তোমার প্রতিচ্ছায়া, শিশির ভেজা ঘাসের মাঝে রইবে আমার মায়া, আমার মাঝেই পাবে তুমি সকল আশার আলো, সপ্ন দেখার সপ্ন, বোনার প্রদ্বীপ শুধুই জ্বালো|

সুখের সব স্বপ্ন দেখতে শেখ্ ভালবাসায় আবদ্ধ হতে শেখ্

ছবি
দুঃস্বপ্নের যাত্রীরা সব বলছি যা মন দিয়ে শোন তা দুঃস্বপ্ন দেখিস না তোরা দুঃস্বপ্ন দেখিস না। সুখের সব স্বপ্ন দেখতে শেখ্ ভালবাসায় আবদ্ধ হতে শেখ্ ভুলগুলো সব শুধরে নিতে শেখ্ নয় পরে তবে পছ্তাতেই হবে। দুঃস্বপ্ন দেখিস না তোরা। রাতের আকাশে জোৎসনা দেখতে শেখ্ দুচোখ ভরে চাঁদটা দেখতে শেখ্ প্রাণ খুলে শুধু গানটা গাইতে শেখ্ নয় পরে তবে পছ্তাতেই হবে। দুঃস্বপ্ন দেখিসনা তোরা দুঃস্বপ্নের যাত্রীরা সব বলছি যা মন দিয়ে শোন তা দুঃস্বপ্ন দেখিস না তোরা দুঃস্বপ্ন দেখিস না।

জানি তুই একলা পথের পথিক হয়ে হাঁটবি না জানি তুই আমায় ভালোবাসবি না

ছবি
জানি তুই একলা পথের পথিক হয়ে হাঁটবি না জানি তুই আমায় ভালোবাসবি না জানি তুই একটা গানের গায়েন হয়ে গাইবি না গান জানি তুই স্বপ্ন হয়ে হাসবি না জানি তুই রৌদ্র হয়ে আকাশটাকে ছুঁয়ে দিবি বৃষ্টি হয়ে ঝরে পড়বি চিলেকোঠার ঐ বারান্দাটাতে দাঁড়িয়ে ঘুম ভাঙানোর গান গাইবি জানি তুই জোছনা রাতে চুপটি বসে থাকবি না জানি তুই একলা বসে কাঁদবি না জানি তুই অন্ধকারের অন্ধ ঘরের একটি কোণে নিঃস্ব হয়ে জেগে থাকবি না জানি তোর কষ্টগুলো অশ্রু হয়ে ঝরবে শুধু স্বপ্ন হয়ে গান গাইবে না চিলে ধরা ভালোবাসা একলা পড়ে রইবে জানি মেঘেদের দল ছুটে চলবে না….

কেমন যেন হয়ে আছে আকাশটা অনেক স্মৃতি ছিল রং রঙ্গা হঠাৎ প্রশ্নরা সব পথ হারিয়ে খুজছে তোমার ঠিকানা।

ছবি
কেমন যেন হয়ে আছে আকাশটা অনেক স্মৃতি ছিল রং রঙ্গা হঠাৎ প্রশ্নরা সব পথ হারিয়ে খুজছে তোমার ঠিকানা। কোথায় লুকিয়ে মেঘের ঘনঘটা কোথায় হারিয়ে রুপালি দুপুর অনেক অভিমানী হয়ে মনটা আমার খুজছে তোমার ঠিকানা। এই পথটা ধরে জানি হেটেছিলাম দুজন গড়বো বলে সুখের নাটাই রুপালি রোদ আর বৃষ্টি বিলাসী বিকেল এসোনা আবার সবটাই সাজাই। তুমি কোথায় আছো, আমি কোথায় আছি কেন যে আজ দুজন দু দিকে ভাসি আমি কোথায় আছি, তুমি কোথায় আছ কেন যে আজ দুজন দু দিকে ভাসি। কেমন যেন হয়ে আছে শহরটা মানুষ গুলো থমকে একা অবাক তাকিয়ে থাকা দূর আরো দূর হারিয়ে সুরের সীমানা কোথাও বইছে মোহের মাতাল হাওয়া কোথাও উড়ছে স্মৃতির পায়রা আলোর দিন আর রাতের আঁধারটা করছে ভোরের অপেক্ষা। এই পথটা ধরে জানি হেটেছিলাম দুজন গড়বো বলে সুখের নাটাই রুপালি রোদ আর বৃষ্টি বিলাসী বিকেল এসোনা আবার সবটাই সাজাই। তুমি কোথায় আছো, আমি কোথায় আছি কেন যে আজ দুজন দু দিকে ভাসি আমি কোথায় আছি, তুমি কোথায় আছ কেন যে আজ দুজন দু দিকে ভাসি তুমি কোথায় আছো, আমি কোথায় আছি কেন যে আজ দুজন দু দিকে ভাসি আমি কোথায় আছি, তুমি কোথায় আছ কেন যে আজ দুজন দু দিকে ভাস

জানালাটা খুলে দাও, আকাশে আকাশে এইবার বলো ভালবাসি!

ছবি
জানালাটা খুলে দাও, আকাশে আকাশে এইবার বলো ভালবাসি! এইবার আমাকে বলে দাও কতো লাল হলে চোখ আমার হবে? হঠাৎ করে অঙ্গ ছুয়ে যায় ফিরে আসো, মেঘ করো আমায়! ভুল আদরের ক্ষতো এ মনে লেগে থাকে নখের দাগে বলছিনা আমার হতে হবে বলছিনা হতেই হবে আমার শুধু যখন একি হাত অন্য ভাবে আঙ্গুল ধরে বলছিনা আমার হতেই হবে

আজ আমার মন ভালো নেই কি যেনো এক কান্না ছিলো কি যেনো এক আকাশ ছিলো

ছবি
হঠাৎ করে কেঁদে ওঠে সে কি যেনো এক কান্না ছিলো কি যেনো এক আকাশ ছিলো আকাশটা চুরি হয়ে গেছে হঠাৎ করে কেঁদে ওঠে সে কি যেনো এক কান্না ছিলো কি যেনো এক আকাশ ছিলো আকাশটা চুরি হয়ে গেছে লালালা লালালা লালালা লালা লালালা লালালা লালালা লালা আজ আমার মন ভাল নেই! কি যেনো কি হয়ে গেছে আমার সারাটা আকাশ তারার মেলায় লাগছেনা ভালো অসুখটা আর আজ আমার মন ভালো নেই। কথা সব শেষ হয়ে গেছে নাকি শেষ তুমি করেছিলে? লাগছে না ভালো জীবনটা আর আজ আমার মন ভালো নেই! হঠাৎ করে কেঁদে ওঠে সে কি যেনো এক কান্না ছিলো কি যেনো এক আকাশ ছিলো আকাশটা চুরি হয়ে গেছে হঠাৎ করে কেঁদে ওঠে সে কি যেনো এক কান্না ছিলো কি যেনো এক আকাশ ছিলো আকাশটা চুরি হয়ে গেছে লালালা লালালা লালালা লালা লালালা লালালা লালালা লালা আজ আমার মন ভালো নেই!

আমার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না আজ মনের মাঝে রঙ্গীন আশা রঙ্গে সাজে না

ছবি
আমার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না আমার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না আজ মনের মাঝে রঙ্গীন আশা রঙ্গে সাজে না আজ মনের মাঝে রঙ্গীন আশা রঙ্গে সাজে না আমার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না কেমনে ভুলিবো সেদিন বল যেদিন তুমি পাশে ছিলে ভুলিবো কেমনে সে রাত বলো যে রাতে তুমি গেছো চলে আজ তারার আকাশে নেইকো তারা চাঁদে শুধু অন্ধকার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না কেমনে বুঝাব নিজেকে বল তুমি এখন নও আমার নিভে গেছে আশার প্রদীপ নেইতো আলো ভালোবাসার আমি ভালোবেসে যে সব হারালাম নেইতো কিছু হারাবার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না

ইচ্ছে করে মেঘ গুলো আকাশ ছুঁয়ে যাবে ইচ্ছে হলে জল হয়ে যায় ভুল তরুণী পরিচিত রাস্তায় নখের দাগ লেগে থাকে বনলতার ঠোঁটে বৃষ্টি বিষণ্ণ বিকেল।

ছবি
ইচ্ছে করে মেঘ গুলো আকাশ ছুঁয়ে যাবে ইচ্ছে হলে জল হয়ে যায় ভুল তরুণী পরিচিত রাস্তায় নখের দাগ লেগে থাকে বনলতার ঠোঁটে বৃষ্টি বিষণ্ণ বিকেল। ইচ্ছে হলে দাও ছুঁয়ে নিবিড় কর আমায় হারিয়ে যাওয়া মেঘ ধরে সবুজ ওড়না উড়ে ইচ্ছে হলে দাও ছুঁয়ে আবেগ ধরো মনে কাঁদতে দেব তোমায়। হঠাৎ করে জানালাতে রাগ ভেঙ্গে গেছে জানালাতে কাঁদছিল চোখ ভীষণ লাজুক হঠাৎ করে জানালাতে লাজ উঠে যায় লাজ ভয়ে সারাটিক্ষন চুপচাপ প্রেমিক ইচ্ছে করে মেঘ গুলো আকাশ ছুঁয়ে যাবে ইচ্ছে হলে স্লিপ হয়ে ভুল সংকট পরিচিত রাস্তায় নখের দাগ লেগে থাকে বনলতার ছাদে বৃষ্টি বিষণ্ণ বিকেল। ইচ্ছে হলে দাও ছুঁয়ে নিবিড় কর আমায় হারিয়ে যাওয়া মেঘ ধরে সবুজ ওড়না উড়ে ইচ্ছে হলে দাও ছুঁয়ে আবেগ ধরো মনে কাঁদতে দেব তোমায়। হারিয়ে যাওয়া মেঘ ধরে সবুজ ওড়না উড়ে ইচ্ছে হলে দাও ছুঁয়ে নিবিড় কর আমায় কাঁদতে দেব তোমায়।

চুপচাপ সারাদিন কত সন্ধ্যায়. সারা রাত আকাশে কাল ওঠেনি হঠাত করে কেউ নেই পাশে

ছবি
চুপচাপ সারাদিন কত সন্ধ্যায়. সারা রাত আকাশে কাল ওঠেনি হঠাত করে কেউ নেই পাশে. তোমারো কি এমন হয়, এমন করে লোডসেডিং এর ছাদে আমার হতে. তোমারো কি এমন হয় যখন তখন অকারণ কান্নাটা. খুব বেশি কি রাগ ছিল কতই বা ফুরাবে বলো ঠিক এভাবেই আমার কেটে গেছে সারা রাত সারি... সারি

আমার এ মন জলে ভেসে যায় কান্না গুলো রোদে পুড়ে যায় বেখেয়ালি স্টেশন রোডে

ছবি
সত্য করে জানি পাবো নাকো মিথ্যেটা হোক তবে ভাল মিছে মিছি কপালে হাত কেন তুমি আকাশ দেখাও... সত্য করে জানি পাবো নাকো মিথ্যেটা হোক তবে ভাল মিছে মিছি কপালে হাত কেন তুমি আকাশ দেখাও... আমার এ মন জলে ভেসে যায় কান্না গুলো রোদে পুড়ে যায় বেখেয়ালি স্টেশন রোডে... আমার এ মন জলে ভেসে যায় কান্না গুলো রোদে পুড়ে যায় বেখেয়ালি স্টেশন রোডে... মিথ্যে হয় রেলিঙের হাত আঙুলের ছোঁয়া প্রেম নির্দোষ চোখ কেন ধরেনা ওড়ানো ঘুড়ি মিথ্যে হয় রেলিঙের হাত আঙুলের ছোঁয়া প্রেম কিছুক্ষণ চোখ কেন ধরেনা ওড়ানো ঘুড়ি... সত্য করে জানি পাবো নাকো মিথ্যেটা হোক তবে ভালো মিছে মিছি কপালে হাত কেনো তুমি আকাশ দেখাও... সত্য করে জানি পাবো নাকো মিথ্যেটা হোক তবে ভালো মিছে মিছি কপালে হাত কেনো তুমি আকাশ দেখাও... আমার এ মন জলে ভেসে যায় কান্না গুলো রোদে পুড়ে যায় বেখেয়ালি স্টেশন রোডে... আমার এ মন জলে ভেসে যায় কান্না গুলো রোদে পুড়ে যায় বেখেয়ালি স্টেশন রোডে...

শুনতে কী পাও কথা গুলো তুমি.? ঠোঁটের কোনে তুমি কী সাড়া দিবে.?? এই ভাবে আমার বাড়ছে জীবনটা.

ছবি
শুনতে কী পাও কথা গুলো তুমি.? ঠোঁটের কোনে তুমি কী সাড়া দিবে.?? এই ভাবে আমার বাড়ছে জীবনটা. মাসের শেষে ছোট খাট কান্না.!! কী আর হবে- এই ভাবে বেঁচে থেকে কী আর হবে- কালো ঠোঁটে চায়ের কাপে কী আর হবে- আমার বয়স বেড়ে যাবে কী আর হবে রে; আয় আমার ভাল লাগেনা...! কী আর হবে- এই ভাবে বেঁচে থেকে কী আর হবে রে- কালো ঠোঁটে চায়ের কাপে কী আর হবে রে... আমার বয়স বেড়ে যাবে এর বেশি আর কী হবে...!! কী চেয়েছিলে, কী বেঁচে থাকা ফুটপাতে রাস্তায় জ্বলছে সিগারেটে উড়ছে ঠোঁটে ধোঁয়া, টঙের চায়ের কাপে আকাশের তারারা; একটা ছেলেমানুষি। কী আর হবে- এই ভাবে বেঁচে থেকে কী আর হবে- কালো ঠোঁটে চায়ের কাপে কী আর হবে- আমার বয়স বেড়ে যাবে কী আর হবে রে; আয় আমার ভাল লাগেনা...! কী আর হবে- এই ভাবে বেঁচে থেকে কী আর হবে রে- কালো ঠোঁটে চায়ের কাপে কী আর হবে রে... আমার বয়স বেড়ে যাবে এর বেশি আর কী হবে...!! এত যে ভাল লাগার এই জীবন এত যে সাধনার এই জীবন এত যে তিলে তিলে; স্বপ্নে স্বপ্নে ঠিকই তো ঘুম ভাঙ্গবে। কী পেয়েছো তুমি, কী চেয়েছিলে তুমি? হিসেবটা তোমার বড়ই গড়মিল...!!

রূপকথা সে মাঝে মাঝে মন ফেরে না জলে ভেসে যায় কান্না গুলো রোদে পুড়ে যায় আবার।

ছবি
সারা আকাশ জলে ভেসে যায় কান্না গুলো রোদে পুড়ে যায় সব জমে থাকা আঙুলে খুব বেশি কী চেনা হয়েছিল রাগ গুলো কী সুখী হয়েছিল মন মাঝে মাঝে মন কী যে চায় মাঝে মাঝে রূপকথা সে মাঝে মাঝে মন ফেরে না জলে ভেসে যায় কান্না গুলো রোদে পুড়ে যায় আবার। তবু চোখ ভেবে দেখেছে কী; রাগ ছিল ভুলটা; ঘুড়ি ওড়েনি আকাশ। নাকি ছুঁয়ে দাও। সারা আকাশ জলে ভেসে যায় কান্না গুলো রোদে পুড়ে যায় সব জমে থাকা আঙুলে খুব বেশি কী চেনা হয়েছিল রাগ গুলো কী সুখী হয়েছিল মন মাঝে মাঝে মন কী যে চায় মাঝে মাঝে রূপকথা সে মাঝে মাঝে মন ফেরে না জলে ভেসে যায় কান্না গুলো রোদে পুড়ে যায় আবার।

I Love You Dreams Queen Mih

ছবি
I Love you Mu.Is.Hr জানি না তুমি কেমন আছো ? তবে খুব জানতে ইচ্ছে করে  , ইচ্ছে করে খুব কাছ থেকে তোমার সুখ গুলো ছুয়ে দেখতে ?  কারন, তোমার সেই সুখ গুলোর মাঝে যে আমার কিছু কান্না মিশে আছে ।  তোমায় কোনোদিন বুঝাতে পারিনি কতোটা ভালোবাসি ।  হয়তো বুঝেও না বুঝার অভিনয় করেছিলে তখন ।  তোমাকে পাওয়ার আশায় সব কিছু করেছি পর, আজ সেই তুমিও হারিয়ে গেলে ।  তবে শুনে যাও যদি মন চায় ফিরে এসো .. বাকি টা জীবন তোমার’ই অপেক্ষায় থাকবো .(. M.I.H)

কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে মেঘ ঠৌঁটে করে আমায় ভূল আবেগ দিলে

ছবি
আধো আলোতে মন ছুঁয়েছে অন্ধকার একলা - চোখ চশমা মনে অন্ধ আয়নাতে চোখ ছোঁয়া - মিছেমিছি ভয় পাওয়া আবার হারিয়ে মেঘটা - মনে মনে ধরে হাটাঁ আমার ভালো লাগা - কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে মেঘ ঠৌঁটে করে আমায় ভূল আবেগ দিলে - তবু ভয় হয় মনে সংশয় কত সংলাপ ফিকে হয় - তবু ভয় হয় মনে সংশয় আবার হারিয়ে মেঘ টা - মনে মনে ভালো লাগা আমার ভালোবাসা

সত্যিকার অর্থে Queen বলে কেউ নাই। - সবই কাল্পনিক আর কাল্পনার রাজ্যেরের রাজকন্যা কে নিয়ে আমি লিখতে ইচ্ছা করে তাই লিখি।

ছবি
সত্যিকার অর্থে Queen বলে কেউ নাই। - সবই কাল্পনিক আর কাল্পনার রাজ্যেরের রাজকন্যা কে নিয়ে আমি লিখতে ইচ্ছা করে তাই লিখি। - তবে জানি না কখনো ফিরে পাবো কি আমার স্বপ্নের রাজকন্যা কে। - তাকে নিয়ে আমি সব সময় লেখা লেখি করি সব সময় স্ট্যাটাস গুলো দিয়ে থাকি। - আসলে আমার ভালো লাগে তাই লিখি তবে Queen / রাজকন্যা নামে কেউ নাই। - যেমন একটা গল্প / কবিতা লিখলে লেখক যে কাউকে উদ্যেশ্য করে এমন যে কোনো একটা নাম ব্যবহার। - তেমনি আমি একটি নাম ব্যবহার করি। - আপনি কি ভাবুন না ভাবুন সেটা দেখার বিষয় না আমি আসলে কি করছি সেটা দেখার বিষয়। - # শুভ__র_চিঠি - স্বপ্নের রাজকন্যা আমার প্রতিটা স্ট্যাটাস তোমাকে নিয়ে লেখা - তবে তুমি কি আসলে আমার স্ট্যাটাস পড় কিংবা দেখে - যদি ও দেখে যদি ও পড় - আধ উত্তর পাবো কি জানা নেয় জানি না - তবে তুমি যদি সব স্ট্যাটাস পড়ে থাকো - এটাই আমার জন্য আসলে যথেষ্ট - করন আমি তোমাকে নিয়ে লিখছি তুমি পড়বে বলে - আসলে তোমাকে নিয়ে আমার কাল্পনিক রাজ্যের কল্পনাজুড়ে সবকিছু মিলে তোমাকে নিয়ে - প্রতিদিন আমার স্ট্যাটাস দিতে বড্ড ইচ্ছে হয় তাই হাজার ও স্ট্যাটাস দিয়েছি - তো

Mere Rashke Qamar New Version Nusrat Fateh Ali Khan New Latest Video 2017

ছবি

AAP SE MAUSIIQUII Rimax songTitle Song (Full Video) Himesh Reshammiya L...

Top 10 MOST INSANE Homemade Waterslides YOU WONT BELIEVE EXIST!.webm

ছবি

দেশের সেরা সেরা ইঞ্জিনিয়ার দের সেরা উক্তি ভিডিও টি দেখুন আপনি কেমন ইঞ্জি...

ছবি