I Love You Dreams Queen Mih

I Love you Mu.Is.Hr

জানি না তুমি কেমন আছো ? তবে খুব জানতে ইচ্ছে করে 
, ইচ্ছে করে খুব কাছ থেকে তোমার সুখ গুলো ছুয়ে দেখতে ?
 কারন, তোমার সেই সুখ গুলোর মাঝে যে আমার কিছু কান্না মিশে আছে ।
 তোমায় কোনোদিন বুঝাতে পারিনি কতোটা ভালোবাসি ।
 হয়তো বুঝেও না বুঝার অভিনয় করেছিলে তখন । 
তোমাকে পাওয়ার আশায় সব কিছু করেছি পর, আজ সেই তুমিও হারিয়ে গেলে ।
 তবে শুনে যাও যদি মন চায় ফিরে এসো .. বাকি টা জীবন তোমার’ই অপেক্ষায় থাকবো .(. M.I.H)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনকে সঠিক পথে পরিচালনা করা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যার জন্য প্রয়োজন ধৈর্য, শৃঙ্খলা এবং সঠিক মানসিকতা। আপনার জীবনকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সাজানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ যুক্তি ও নির্দেশিকা আমি নিচে একটি ফাইলে বিস্তারিতভাবে তুলে ধরছি।

আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের নাম সংযোজিত হয়েছিল বিশ্বমানচিত্রে।

🚀 লাভজনক মোটর পার্টসের ব্যবসার মূল চাবিকাঠি।