I Love You Dreams Queen Mih
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
I Love you Mu.Is.Hr
জানি না তুমি কেমন আছো ? তবে খুব জানতে ইচ্ছে করে
, ইচ্ছে করে খুব কাছ থেকে তোমার সুখ গুলো ছুয়ে দেখতে ?
কারন, তোমার সেই সুখ গুলোর মাঝে যে আমার কিছু কান্না মিশে আছে ।
তোমায় কোনোদিন বুঝাতে পারিনি কতোটা ভালোবাসি ।
হয়তো বুঝেও না বুঝার অভিনয় করেছিলে তখন ।
তোমাকে পাওয়ার আশায় সব কিছু করেছি পর, আজ সেই তুমিও হারিয়ে গেলে ।
তবে শুনে যাও যদি মন চায় ফিরে এসো .. বাকি টা জীবন তোমার’ই অপেক্ষায় থাকবো .(. M.I.H)
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ