পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

৩ লাখ বাংলাদেশী নেবে কানাডা, সপরিবারে স্থায়ী বসবাসের সুযোগ !যেভাবে আবেদন করবেন

ছবি
৩ লাখ বাংলাদেশী নেবে কানাডা, সপরিবারে স্থায়ী বসবাসের সুযোগ !যেভাবে আবেদন করবেন ২০১৬ সালে ৩ লাখ ৫ হাজার পেশাজীবী কানাডায় ইমিগ্রেশনের সুযোগ পাচ্ছেন। দেশটির ১১টি প্রদেশে- হাই স্কিলড, ট্রেড স্কিলড, ফ্যামেলি স্পন্সরশিপ, বিজনেস, এক্সপ্রেস এন্ট্রি, পিএনপি, এফএসডব্লিউ, সেল্ফ অ্যাম্প্লয়েডসহ ১১টি ক্যাটাগরিতে ইমিগ্রেশনের ঘোষণা দিয়েছে কানাডিয়ান সরকার। শুধু কানাডার কুইবেক প্রদেশেই ১০ হাজার পেশাজীবী ইমিগ্রেশন করার সুযোগ পাবেন। এক্ষেত্রে ট্রেড স্কিলড অ্যাসেসমেন্ট সার্টিফিকেট ও প্রোভিন্সিয়াল নমিনেশন ছাড়া কোনো আবেদন জমা নেয়া হয় না। আবেদনের যোগ্যতা : আইইএলটিএস পরীক্ষায় ন্যূনতম ৪.৫ (সাড়ে চার) পয়েন্ট, যেকোনো বিষয়ে ডিপ্লোমা অথবা গ্র্যাজুয়েশন। কর্মক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা। বয়স ২১ থেকে ৫৩ বছরের মধ্যে থাকতে হবে। বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইমিগ্রেশন আইন বিশেষজ্ঞ ও সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরামের সভাপতি ড. শেখ সালাহউদ্দিন আহমেদ (রাজু) বলেন, এটিই কানাডার সর্বশেষ ফার্স্ট-কাম-ফার্স্ট- সার্ভ পদ্ধতির ইমিগ্রেশন প্রোগ্রাম। তাছাড়াও বিভিন্ন প্রোভিন্সিয়া

বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ যাও এগিয়ে আমার বাংলাদেশ

ছবি
বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ যাও এগিয়ে আমার বাংলাদেশ। বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ যাও এগিয়ে আমার বাংলাদেশ বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ যাও এগিয়ে আমার বাংলাদেশ তাকধিনাধিন ধিন ধিন তা, প্রাণপণে লড়ে যা, জয় হবে নিশ্চিত, দুঃখ ভুলে যা(২) বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ যাও এগিয়ে আমার বাংলাদেশ বাংলা মায়ের দামাল ছেলে খেলবে ছয়ে আর চারে জয়ের নেশায় হেসে খেলে ভাঙ্গবে উইকেট বারে বারে(২) দুলছে সবাই, গাইছে সবাই করতালি মাঠে বিশ্বকাপের স্বপ্ন দ্যাখে প্রাণে জোয়ার ওঠে(২) বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ যাও এগিয়ে আমার বাংলাদেশ. Posted By : Abdul Malek Shuvo

আজ ১১৩ তম মৃত্যু বার্ষিকী নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী গভীর শ্রদ্ধেয় সাথে স্বরণ করছি

ছবি
নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী জন্ম ফয়জুন্নেসা চৌধুরানী ১৮৩৪ বর্তমান কুমিল্লা জেলার , লাকসাম উপজেলার অন্তর্গত পশ্চিমগাঁ , (সে সময়ের হোমনাবাদ পরগনা) মৃত্যু ১৯০৩ জীবিকা জমিদার, সমাজকর্মী, লেখিকা ভাষা আরবি, ফার্সি, বাংলা ও সংস্কৃতি শিক্ষা পারিবারিক গৃহ শিক্ষকের মাধ্যমে আরবি, ফার্সি বাংলা ও সংস্কৃতি ভাষায় বুৎপত্তি অর্জন উল্লেখযোগ্য পুরস্কার ১৮৮৯ সালে মহারাণী ভিক্টরিয়ার নির্দেশক্রমে 'নওয়াব' উপাধি সঙ্গী জমিদার সৈয়দ মোহাম্মদ গাজী সন্তান দুই কন্যা আরশাদুন্নেসা এবং বদরুন্নেসাসহ আত্মীয় বাবা-জমিদার আহমদ আলী চৌধুরী, মা-আরাফান্নেসা চৌধুরীণী একাধারে কবি,সমাজসেবক।নারি শিক্ষার অগ্রগতির জন্ন্য তার অবদান ছিল অসামান্য।তিনি অনেক স্কুল,কলেজ,মাদ্রাসা,মসজিদ ও রাস্তাঘাট নির্মান করেন যার মাঝে কুমিল্লা নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্দ্যালয় ও লাকসাম সরকারি কলেজ অন্যতম।বলা হয়ে থাকে উনি ১৮৯৪ সালে উনি হজ্জ পালন করেন এবং মক্কায় একটি মাদ্রাসা ও মুসাফিরখানা স্থাপন করেন।বাংলার মহিলাদের মাঝে উনিই সর্বপ্রথম ১৮৮৯ সালে রানী ভিক্টোরিয়ার কাছ থেকে নবাব উ

আজ ১১৩ তম মৃত্যু বার্ষিকী গভীর শ্রদ্ধেয় সাথে স্বরণ করছি নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী

ছবি
নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী জন্ম ফয়জুন্নেসা চৌধুরানী ১৮৩৪ বর্তমান কুমিল্লা জেলার , লাকসাম উপজেলার অন্তর্গত পশ্চিমগাঁ , (সে সময়ের হোমনাবাদ পরগনা) মৃত্যু ১৯০৩ জীবিকা জমিদার, সমাজকর্মী, লেখিকা ভাষা আরবি, ফার্সি, বাংলা ও সংস্কৃতি শিক্ষা পারিবারিক গৃহ শিক্ষকের মাধ্যমে আরবি, ফার্সি বাংলা ও সংস্কৃতি ভাষায় বুৎপত্তি অর্জন উল্লেখযোগ্য পুরস্কার ১৮৮৯ সালে মহারাণী ভিক্টরিয়ার নির্দেশক্রমে 'নওয়াব' উপাধি সঙ্গী জমিদার সৈয়দ মোহাম্মদ গাজী সন্তান দুই কন্যা আরশাদুন্নেসা এবং বদরুন্নেসাসহ আত্মীয় বাবা-জমিদার আহমদ আলী চৌধুরী, মা-আরাফান্নেসা চৌধুরীণী একাধারে কবি,সমাজসেবক।নারি শিক্ষার অগ্রগতির জন্ন্য তার অবদান ছিল অসামান্য।তিনি অনেক স্কুল,কলেজ,মাদ্রাসা,মসজিদ ও রাস্তাঘাট নির্মান করেন যার মাঝে কুমিল্লা নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্দ্যালয় ও লাকসাম সরকারি কলেজ অন্যতম।বলা হয়ে থাকে উনি ১৮৯৪ সালে উনি হজ্জ পালন করেন এবং মক্কায় একটি মাদ্রাসা ও মুসাফিরখানা স্থাপন করেন।বাংলার মহিলাদের মাঝে উনিই সর্বপ্রথম ১৮৮৯ সালে রানী ভিক্টোরিয়ার কাছ থেকে নবাব উপাধি লাভ করেন।

কুমিল্লার জুনাইদ আহমেদ ভারতে বিশ্ব ব্যাংক প্রধান

ছবি
কুমিল্লার ছেলে জুনাইদ কামাল আহমেদ ভারতে বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধির দায়িত্ব নিয়েছেন। তাঁর বাবা সাবেক কূটনীতিক প্রয়াত মুসলেহউদ্দিন আহমেদ বেসরকারি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য। জুনাইদ কামাল আহমেদও নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি। জুনাইদ ১৯৯১ সালে তরুণ পেশাদার হিসেবে বিশ্ব ব্যাংকে যোগ দেওয়ার পর নয়া দিল্লিতে দায়িত্ব নেওয়ার আগে বিশ্ব ব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জুনাইদ ভারতে বিশ্ব ব্যাংকের দায়িত্বে ওনো রুহলের স্থলাভিষিক্ত হলেন বলে মঙ্গলবার সংস্থাটির নয়া দিল্লি কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়। বিশ্ব ব্যাংকের ওয়েবসাইটে জানানো হয়, জুনাইদ গত ১ সেপ্টেম্বর তাদের নয়া দিল্লি কার্যালয়ে যোগ দিয়েছেন। চলতি ব্ছরের জানুয়ারিতে সংস্থার প্রেসিডেন্টের কার্যালয়ে যোগ দেওয়ার আগে তিনি বিশ্ব ব্যাংকের ওয়াটার গ্লোবাল প্র্যাকটিসের জ্যেষ্ঠ পরিচালক ছিলেন। ২০১৪ সালে ওয়াটার গ্লোবাল প্র্যাকটিসের কার্যক্রম শুরুর সময় থেকেই ওই দায়িত্বভার নিয়েছিলেন জুনাইদ। বিশ্ব ব্যাংকের এই কর্মকর্তা বিভিন্ন সময়ে আফ্রিকা ও ইস্টার্ন ইউরোপে অবকাঠামো উন্নয়ন

আমি এখনো তোমাকে ভুলতে পারিনি

ছবি
ভুল করে অনেকটা বেশিই ভালবেসেছিলাম... ! তাতে এতোটা মাশুল দিতে হবে আমাকে ভাবিনি। এখন আমি খুব হাসার চেষ্টা করি, তাকে নিয়ে ঠাট্টা করি... তাকে প্রতারক বলি...। তাকে ভুলে যাবার চেষ্টা করি। কিন্তু পারি না। ভালোবাসার বন্ধন বড়ই কঠিন। ছিন্ন করবার ক্ষমতা নেই করো। তুমি আমায় একা করে চলে গেলে, হয়তো আমায় ভুলে গেছো! কিন্তু আমি এখনো তোমাকে ভুলতে পারিনি .... 💜 💜 💜 হৃদি 💜 💜 💜

ফিরে এসো বাকি টা জীবন তোমার’ই অপেক্ষায় থাকবো [♥M.I.H♥]

ছবি
জানি না তুমি কেমন আছো ? তবে খুব জানতে ইচ্ছে করে , ইচ্ছে করে খুব কাছ থেকে তোমার সুখ গুলো ছুয়ে দেখতে ? কারন, তোমার সেই সুখ গুলোর মাঝে যে আমার কিছু কান্না মিশে আছে । তোমায় কোনোদিন বুঝাতে পারিনি কতোটা ভালোবাসি । হয়তো বুঝেও না বুঝার অভিনয় করেছিলে তখন । তোমাকে পাওয়ার আশায় সব কিছু করেছি পর, আজ সেই তুমিও হারিয়ে গেলে । তবে শুনে যাও যদি মন চায় ফিরে এসো .. বাকি টা জীবন তোমার’ই অপেক্ষায় থাকবো [♥M.I.H♥]

স্বপ্নের ডিবি লটারির আবেদন প্রক্রিয়া শুরু হবে ১লা অক্টোবর

ছবি
বৈধ পন্থায় আমেরিকা যাওয়ার সপ্ন অনেকেরই। সেই সপ্নপূরনের পথে আরেকধাপ ডাইভার্সিটি ভিসা বা ডিভি লটারি। প্রতি বছরের মত এবারো যুক্তরাষ্টের পররাষ্ট মন্ত্রনালয় আয়োজন করেছে ডাইভার্সিটি ভিসা বা ডিভি-২০১৭ কর্মসূচী। প্রতিবছর বিভিন্ন দেশের প্রায় ৫৫০০০ লোক লটারীর মাধ্যমে এই ভিসা কর্মসুচীর আওতায় আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পায়।এই ভিসার জন্য আবেদন করতে কোনো ফি দিতে হয় না। শুধু ডিভি বিজয়ীদের ভিসা গ্রহনের সময় নির্ধারীত ফি দিতে হয়। আবেদন করার সময় যা যা পূরন করতে হবেঃ ডিভি ওয়েবসাইটের নির্ধারিত আবেদনের ফরমে লিম্নলিখিত জিনিসগুলো সতর্কতার সহিত পূরন করবেনঃ ১। আবেদনকারীর পুরোনাম ২। জন্মতারিখ ৩। জন্মস্থান ( প্রার্থী যে শহরে/জেলায় জন্মগ্রহন করেছে/জন্মনিবন্ধন কার্ডে যা উল্লেখ আছে) ৪। দেশ ৫। আবেদনকারীর ছবি ৬। পুর্ণঠিকানা ৭। বর্তমানে যেই দেশে বসবাস করছেন। ৮। ফোন নম্বর ( যদি থাকে) ৯। ই-মেইল এড্রেস ( যদি থাকে) ১০। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যাতা ১১। বৈবাহিক অবস্থা ১২। সন্তানের সংখ্যা ( সন্তানের বয়স ২১ বছরের নিচে হলে ) ১৩। স্বামী/ স্ত্রী সংক্রান্ত তথ্য (আবেদনকারী স্বামী হলে এই অংশে স্

আজ খুব জনতে ইচ্ছা করে তুমি আগের মত আছো

ছবি
তুমি কী আমাকে আজও ভালোবাসো, আজ খুব জানতে ইচ্ছা করে । তুমি কী আমাকে আদৌও কখনো ভালোবেসে ছিলে? তুমি কী আমার সাথে সবটাই অভিনয় করলে? যদি ভালোই না বাসতে পারো তাহলে অভিনয় করেছিলে কেন? আজ তুমি আমাকে শিখালে কীভাবে তোমাকে ঘৃনা করতে হয়

আব্দুল মালেক শুভ

ছবি
My Stlyes pic..

আমার প্রথম ভালোবাসার শুরু হয় অপরিচিত মানুষকে দিয়ে।

ছবি
ভালোবাসার শুরু হয় অপরিচিত কোন মানুষকে দিয়ে। শুরুতে, "আপনি কেমন আছেন?" "খাওয়া হইছে?" "আচ্ছা আপনার সাথে পরে কথে হবে।" এরকম কথাবার্তা হয়। অল্প কিছুদিন গেলে ঐ অচেনা মানুষটি মনের মধ্যে যায়গা করে নিলে, "আচ্ছা আমার সাথে তুমি করে কথা বলো।" "কি করতেছো?" "ডিনার করসো তুমি? না করলে এখুনি করো।" আস্তে আস্তে এই "তুমি"র সম্পর্কটা বেস্ট ফ্রেন্ডে রূপ নেয় এবং "তুই" এসে যায় কথাবার্তায়। "শোন তুই আমার বেস্ট ফ্রেন্ড। তোকে ছাড়া আমার দিন কাটানো অসম্ভব।" এরকম সম্পর্কও গড়ে উঠে আস্তে আস্তে। যখন একজন মানুষকে "তুই" বলে সম্বোধন করা হয় তখন ধরে নিতে হবে সে ঐ মানুষটাকে অনেক বেশি আপন ভেবে ফেলেছে। আস্তে আস্তে সম্পর্ক আরো ভালো হবে। না এবার শুধু বন্ধু থাকা চলেনা। দুজনের প্রতিই দুজনের গভীর মায়া জমে যায়। দুজনের মধ্যে যেকোন একজন একদিন প্রকাশ করেই ফেলে, "আমি তোকে ভালোবাসি।" ব্যাস অপরজনও এতোদিন এই দিনটার জন্যই অপেক্ষা করছিলো। সমবয়সী সম্পর্ক গুলোতে যা হয় আরকি। ভালোবাসা যতই থাকুক, "ইগো"র খেলাটা একটু বেশি

সব ধরনের কষ্টের মুহূর্তে প্রিয় মানুষটার

ছবি
সব ধরনের কষ্টের মুহূর্তে প্রিয় মানুষটার একটু সান্তনাই সব থেকে বেশি প্রয়োজন.. .... ঐ একটা মানুষই পারে সব কষ্ট গুলোকে মুছে দিতে.|

ফিরেই আর্জেন্টিনাকে জেতালেন মেসি

ছবি
ফিরেই আর্জেন্টিনাকে জেতালেন মেসি Published: 2016-09-02 লিওনেল মেসি ফিরলেন তার পুরনো রূপে। দলের সেরা তারকার উজ্বল পারফরম্যান্সে আর্জেন্টিনা পেরুলো বড় বাধা। বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকার পয়েন্ট তালিকার সবার উপরে থাকা উরুগুয়েকে হারিয়ে শীর্ষে উঠে এলো দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বুয়েনস আইরেসে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে হওয়া ম্যাচটি মেসির একমাত্র গোলে জিতেছে আর্জেন্টিনা। ঘরের মাঠে শিষ্যদের দারুণ পারফরম্যান্সে নতুন কোচ এদগার্দো বাউসার শুরুটাও তাই হলো দুর্দান্ত। গত জুনে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে হেরে যাওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। কোচের দায়িত্ব নিয়েই মেসিকে ফেরানোর লক্ষ্য জানান বাউসা। পরে তার সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত পাল্টে ফেরার সিদ্ধান্ত নেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড। ফিরলেন রাজকীয় ভঙ্গিতেই। গনসালো হিগুয়াইন আগে থেকেই ছিলেন না। সের্হিও আগুয়েরো ও হাভিয়ের পাস্তোরে দলে থাকলেও চোট পেয়ে ছিটকে পড়েন। আক্রমণভাগ ও মাঝমাঠের গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড় না থাকলেও অবসর ভেঙে ফেরা মেসির নৈপুণ্যে শুরু থেকেই উরুগুয়ের রক্ষ

Abdul Malek Shuvo |Twitter

Check out Abdul malek shuvo (@Abdulmalekshuvo): https://twitter.com/Abdulmalekshuvo?s=09

স্কুল বেলা ফ্রেম মনে পড়ে আজো

ছবি
স্কুল বেলা ফ্রেম মনে পড়ে । স্কুলের সামনে তুকে দেখার প্রতিক্ষা কখন আসবি তুই সারাক্ষণ  তুর জন্য স্কুল গেটের সামনে দাড়িয়ে থাকতাম কখন আসবি তুই সেই প্রতিক্ষায় থাকতাম তুর জন্য কত অপেক্ষা  কত তুর পিচু হাটা সুধু তুকে এক পলক দেখবো বলে তুকে নিয়ে সব সময় যত ভাবনা চিন্তা  থাকতো সারাক্ষণ  স্কুল গেটে আসবি সৈই আপেক্ষা থাকি দেখা হলে যেনো এ পৃথীবি তুই চাড়া অন্য কিছু আর কল্পনা করতে পারি না তুকে দেখার পর যত টা ভালো লাগে তখন কাউকে বলে বুজাতে পারবো না তুকে কত ভালোবাসতাম তুই চিলি শুধু আমার আমি তোকে চাড়া অন্য কাউকে ভাবতাম না। তুকে নিয়ে সরাটাদিন কাটতো আমার ক্লাসের পাকে পাকে এক নজর তুকে দেখা টিপিন টাইমে তুকে কিছু কিনে খাপয়া নো তুকে নিয়ে ২/৪ টা কথা বার্তা বেশ ভালো চলতো তখন আমি তখন ভাবতাম তুই আমার অন্য কারো না তুই সুধু আমার স্কুল ছুটির পরে তুর জন্য আপেক্ষা  তুকে দেখা জন্য তুই যাইতি  এক দিকে আমি যাই তাম একদিকে একি এলাকা পাড়াটা ছিলো ভিন্নো  আজ তুই নাই স্কুলে আমি ও নাই তবে স্মিৃতি গুলো মনে পড়ে তুকে ভিষন ভালো বাসাতাম আজো ভালোবাসি  জানি না তুই কোথায় আসিছ ভালো থাকিস..  জানি না তুর মনে পড়ে ক