ফিরে এসো বাকি টা জীবন তোমার’ই অপেক্ষায় থাকবো [♥M.I.H♥]

জানি না তুমি কেমন আছো ?
তবে খুব জানতে ইচ্ছে করে ,
ইচ্ছে করে খুব কাছ থেকে তোমার সুখ
গুলো ছুয়ে দেখতে ?
কারন, তোমার সেই সুখ গুলোর
মাঝে যে আমার কিছু
কান্না মিশে আছে ।
তোমায় কোনোদিন
বুঝাতে পারিনি কতোটা ভালোবাসি ।
হয়তো বুঝেও না বুঝার অভিনয়
করেছিলে তখন ।
তোমাকে পাওয়ার আশায় সব কিছু
করেছি পর,
আজ সেই তুমিও হারিয়ে গেলে ।
তবে শুনে যাও যদি মন চায়
ফিরে এসো ..
বাকি টা জীবন তোমার’ই অপেক্ষায়
থাকবো [♥M.I.H♥]

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনকে সঠিক পথে পরিচালনা করা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যার জন্য প্রয়োজন ধৈর্য, শৃঙ্খলা এবং সঠিক মানসিকতা। আপনার জীবনকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সাজানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ যুক্তি ও নির্দেশিকা আমি নিচে একটি ফাইলে বিস্তারিতভাবে তুলে ধরছি।

🚀 লাভজনক মোটর পার্টসের ব্যবসার মূল চাবিকাঠি।

বাংলাদেশের জাতীয় পতাকা সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্নাবলী