একটি ব্যর্থতার গল্প

একটি ব্যর্থতার গল্প এই পোস্টটি শেয়ার করতে চাইলে (১) সফলতা ব্যার্থতা শব্দ দুটির সবাই পরিচিত। সফলতার আনন্দ থাকে কিছু সময়ের জন্য কিন্তু ব্যার্থতা!!! নিজের চুল ছিঁড়তে ইচ্ছে হয়, এমন পরিস্তিতিও আসে অনেক সময়। সফলতার কথা সবাই ফলাও করে প্রকাশ করে অথচ ব্যার্থতার কথা কেও বলতে চায় না। সবার জীবনে ব্যার্থতা থাকে, যে বলে নেই সে চাপাবাজ। ব্যার্থতার কথা গোপন রাখতে হয়, কিন্তু আমার মাথায় কি ভূত চাপলো, লিখা শুরু করে দিলাম "" ব্যার্থতার গল্প " (২) ২১ অক্টোবর ২০১৪, সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে অন্যমনস্কভাবে কি জানি ভাবছিলাম। চোখে চশমা নাই, একা আমি। আয়না নিয়ে বসেই নিজের চেহারা দেখছিলাম, একটু বিচিত্র ভাবে। একবার হাসি দিয়ে,একবার মুখ ভেংচি কেটে, দেখতে মোটামুটি সুন্দর বলা চলে আমাকে। হটাৎ মনে হল, কেও আমার এসব হাস্যকর কান্ড দেখছে না তো!! Lord of the ring এর মত কেউ আংটি পরে অদৃশ্য হয়ে দেখছে না তো!! (৩) আচ্ছা, মানুষের চোখের দৃষ্টি কয়টি রং দেখতে পারে? মূল রং সাতটি, এদের থেকে যৌগিক রং পাওয়া যাবে ৭! অর্থাৎ ৫০৪০ টি। তাহলে মোট দৃশ্যমান রং এর সংখ্যা ৫০৪৭ (মৌলিক+যৌগিক) । এই দৃশ্যমান রংগুলো ছাড়া...