আজ ১১৩ তম মৃত্যু বার্ষিকী গভীর শ্রদ্ধেয় সাথে স্বরণ করছি নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী
জন্ম ফয়জুন্নেসা
চৌধুরানী
১৮৩৪
বর্তমান কুমিল্লা
জেলার , লাকসাম
উপজেলার
অন্তর্গত
পশ্চিমগাঁ ,
(সে সময়ের
হোমনাবাদ পরগনা)
মৃত্যু ১৯০৩
জীবিকা জমিদার,
সমাজকর্মী, লেখিকা
ভাষা আরবি, ফার্সি,
বাংলা ও সংস্কৃতি
শিক্ষা পারিবারিক গৃহ
শিক্ষকের মাধ্যমে
আরবি, ফার্সি বাংলা
ও সংস্কৃতি ভাষায়
বুৎপত্তি অর্জন
উল্লেখযোগ্য
পুরস্কার ১৮৮৯ সালে
মহারাণী ভিক্টরিয়ার
নির্দেশক্রমে
'নওয়াব' উপাধি
সঙ্গী জমিদার সৈয়দ
মোহাম্মদ গাজী
সন্তান দুই কন্যা
আরশাদুন্নেসা এবং
বদরুন্নেসাসহ
আত্মীয় বাবা-জমিদার
আহমদ আলী চৌধুরী,
মা-আরাফান্নেসা
চৌধুরীণী


একাধারে কবি,সমাজসেবক।নারি

শিক্ষার অগ্রগতির জন্ন্য তার

অবদান ছিল অসামান্য।তিনি অনেক

স্কুল,কলেজ,মাদ্রাসা,মসজিদ ও

রাস্তাঘাট নির্মান করেন যার মাঝে

কুমিল্লা নবাব ফয়জুন্নেসা সরকারি

বালিকা উচ্চ বিদ্দ্যালয় ও লাকসাম

সরকারি কলেজ অন্যতম।বলা হয়ে থাকে

উনি ১৮৯৪ সালে উনি হজ্জ পালন

করেন এবং মক্কায় একটি মাদ্রাসা ও

মুসাফিরখানা স্থাপন করেন।বাংলার

মহিলাদের মাঝে উনিই সর্বপ্রথম

১৮৮৯ সালে রানী ভিক্টোরিয়ার কাছ

থেকে নবাব উপাধি লাভ করেন।মরার

আগে উনার সম্পদের বিশাল একটি অংশ

দিয়ে গেছেন দরিদ্র শীক্ষার্থীদের

জন্ন্য যা বর্তমানে নবাব ফয়জুন্নেসা

ট্রাস্ট পরিচালনা করে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে রসিক আমার মন বান্ধিয়া পিন্জর বানাইছে

মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি

ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি ঘাসফুল গুলো সব ছন্নছাড়া।