আমার প্রথম ভালোবাসার শুরু হয় অপরিচিত মানুষকে দিয়ে।

ভালোবাসার শুরু হয় অপরিচিত কোন মানুষকে দিয়ে। শুরুতে, "আপনি কেমন আছেন?" "খাওয়া হইছে?" "আচ্ছা আপনার সাথে পরে কথে হবে।"
এরকম কথাবার্তা হয়।

অল্প কিছুদিন গেলে ঐ অচেনা মানুষটি মনের মধ্যে যায়গা করে নিলে, "আচ্ছা আমার সাথে তুমি করে কথা বলো।" "কি করতেছো?" "ডিনার করসো তুমি? না করলে এখুনি করো।"

আস্তে আস্তে এই "তুমি"র সম্পর্কটা বেস্ট ফ্রেন্ডে রূপ নেয় এবং "তুই" এসে যায় কথাবার্তায়।

"শোন তুই আমার বেস্ট ফ্রেন্ড। তোকে ছাড়া আমার দিন কাটানো অসম্ভব।" এরকম সম্পর্কও গড়ে উঠে আস্তে আস্তে। যখন একজন মানুষকে "তুই" বলে সম্বোধন করা হয় তখন ধরে নিতে হবে সে ঐ মানুষটাকে অনেক বেশি আপন ভেবে ফেলেছে।

আস্তে আস্তে সম্পর্ক আরো ভালো হবে। না এবার শুধু বন্ধু থাকা চলেনা। দুজনের প্রতিই দুজনের গভীর মায়া জমে যায়।

দুজনের মধ্যে যেকোন একজন একদিন প্রকাশ করেই ফেলে, "আমি তোকে ভালোবাসি।"

ব্যাস অপরজনও এতোদিন এই দিনটার জন্যই অপেক্ষা করছিলো। সমবয়সী সম্পর্ক গুলোতে যা হয় আরকি। ভালোবাসা যতই থাকুক, "ইগো"র খেলাটা একটু বেশি থাকে। তাই কে আগে করবে কে পরে প্রপোজ এ নিয়ে অনেক দিন কেটে যায়।

তবুও সব থেকে কিউট হয় এসব রিলেশনই। একজনকে একটা বকা দিলে অপরজন হতে ১০ টা বকা খাইতে হয়। আর দুজনের বাচ্চামিই আরো সুন্দর করে তুলে সম্পর্কটাকে।

কথায় কথায় গালি, "কুত্তি তোকে অনেক ভালোবাসি।"

কিন্তু সময়ের ব্যাবধানে সব হারিয়ে যায়। :)
যখনই দুজনের ম্যাচুরিটি বৃদ্ধি পেতে থাকে দুজনেরই বোধ হয়ে যায় যে তাদের সম্পর্কের কোন ভবিষ্যৎ নেই। আর যখনই এই চিন্তা মাথায় এসে যায় তখনি দুজনের প্রচেষ্টা হতে থাকে সরে যাওয়ার।
কারণ একসাথে থেকেও লাভ নেই। যত বেশিদিন একসাথে থাকবে ততো বেশি দিন মায়ায় আবদ্ধ হবে।

তারা বুঝে যায় যে এটা তাদের ভালোবাসা না শুধু ভালো লাগা ছিল। আর না হলে ভুল সময়ে সঠিক মানুষকে ভালোবেসে "ভুল" করে ফেলেছি।

আস্তে আস্তে পুরো সম্পর্কটাই বিলীন হয়ে যায়।

রাস্তায় বের হলেই যে প্রার্থনা করতো, "আল্লাহ, ওকে যেনো একবার দেখে ফেলি।"
সেই তখন ঐ চেহেরাটাকে দেখেও চোখ ফিরিয়ে নেয় যেন সে অচেনা কাউকে দেখেছে। :)

কিন্তু আবেগ জিনিসটা সবসময় বাধা দেয়। ভুলবশত কিংবা ইচ্ছাকৃত ভাবেই অনেক সময় একজন অপরজনকে ফোন দিয়ে ফেলে। তারপর, "সরি ভুলে চলে গেছে" বলে কেটে দেয়। :)

বাইরে বাইরে যতই থাকুক হাসিখুশী থাকুক না কেনো তখন,  ভেতরে ভেতরে ঐ অচেনা মুখটা সারাদিন জ্বালাতন করে। :)

শত মানুষের ভীরে ব্যাস্ততা আর অভিনয়ের মাধ্যমেই বেঁচে থাকতে হয় তখন। :)

একে অপরের ভালো চেয়ে অভিনয়ই ভালো। :)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে রসিক আমার মন বান্ধিয়া পিন্জর বানাইছে

মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি

ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি ঘাসফুল গুলো সব ছন্নছাড়া।