আমি এখনো তোমাকে ভুলতে পারিনি

ভুল করে অনেকটা বেশিই
ভালবেসেছিলাম... !
তাতে এতোটা মাশুল
দিতে হবে আমাকে ভাবিনি।
এখন আমি খুব হাসার চেষ্টা করি,
তাকে নিয়ে ঠাট্টা করি... তাকে প্রতারক বলি...।
তাকে ভুলে যাবার চেষ্টা করি।
কিন্তু পারি না।
ভালোবাসার বন্ধন বড়ই কঠিন।
ছিন্ন করবার ক্ষমতা নেই করো।
তুমি আমায় একা করে চলে গেলে,
হয়তো আমায় ভুলে গেছো!
কিন্তু
আমি এখনো তোমাকে ভুলতে পারিনি.... 💜💜💜হৃদি💜💜💜

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনকে সঠিক পথে পরিচালনা করা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যার জন্য প্রয়োজন ধৈর্য, শৃঙ্খলা এবং সঠিক মানসিকতা। আপনার জীবনকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সাজানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ যুক্তি ও নির্দেশিকা আমি নিচে একটি ফাইলে বিস্তারিতভাবে তুলে ধরছি।

🚀 লাভজনক মোটর পার্টসের ব্যবসার মূল চাবিকাঠি।

বাংলাদেশের জাতীয় পতাকা সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্নাবলী