আমি এখনো তোমাকে ভুলতে পারিনি
ভুল করে অনেকটা বেশিই
ভালবেসেছিলাম... !
তাতে এতোটা মাশুল
দিতে হবে আমাকে ভাবিনি।
এখন আমি খুব হাসার চেষ্টা করি,
তাকে নিয়ে ঠাট্টা করি... তাকে প্রতারক বলি...।
তাকে ভুলে যাবার চেষ্টা করি।
কিন্তু পারি না।
ভালোবাসার বন্ধন বড়ই কঠিন।
ছিন্ন করবার ক্ষমতা নেই করো।
তুমি আমায় একা করে চলে গেলে,
হয়তো আমায় ভুলে গেছো!
কিন্তু
আমি এখনো তোমাকে ভুলতে পারিনি.... 💜💜💜হৃদি💜💜💜
মন্তব্যসমূহ