আজ খুব জনতে ইচ্ছা করে তুমি আগের মত আছো
তুমি কী আমাকে আজও
ভালোবাসো, আজ খুব
জানতে ইচ্ছা করে ।
তুমি কী আমাকে আদৌও
কখনো ভালোবেসে ছিলে?
তুমি কী আমার সাথে সবটাই অভিনয়
করলে?
যদি ভালোই না বাসতে
পারো তাহলে অভিনয়
করেছিলে কেন?
আজ তুমি আমাকে
শিখালে কীভাবে তোমাকে ঘৃনা করতে হয়
মন্তব্যসমূহ