আমার এ মন জলে ভেসে যায় কান্না গুলো রোদে পুড়ে যায় বেখেয়ালি স্টেশন রোডে
সত্য করে জানি পাবো নাকো
মিথ্যেটা হোক তবে ভাল
মিছে মিছি কপালে হাত
কেন তুমি আকাশ দেখাও...
সত্য করে জানি পাবো নাকো
মিথ্যেটা হোক তবে ভাল
মিছে মিছি কপালে হাত
কেন তুমি আকাশ দেখাও...
আমার এ মন জলে ভেসে যায়
কান্না গুলো রোদে পুড়ে যায়
বেখেয়ালি স্টেশন রোডে...
আমার এ মন জলে ভেসে যায়
কান্না গুলো রোদে পুড়ে যায়
বেখেয়ালি স্টেশন রোডে...
মিথ্যে হয় রেলিঙের হাত
আঙুলের ছোঁয়া প্রেম নির্দোষ
চোখ কেন
ধরেনা
ওড়ানো ঘুড়ি
মিথ্যে হয় রেলিঙের হাত
আঙুলের ছোঁয়া প্রেম
কিছুক্ষণ
চোখ কেন
ধরেনা ওড়ানো ঘুড়ি...
সত্য করে জানি পাবো নাকো
মিথ্যেটা হোক তবে ভালো
মিছে মিছি কপালে হাত
কেনো তুমি
আকাশ দেখাও...
সত্য করে জানি পাবো নাকো
মিথ্যেটা হোক তবে ভালো
মিছে মিছি কপালে হাত
কেনো তুমি
আকাশ দেখাও...
আমার এ মন জলে ভেসে যায়
কান্না গুলো রোদে পুড়ে যায়
বেখেয়ালি স্টেশন রোডে...
আমার এ মন জলে ভেসে যায়
কান্না গুলো রোদে পুড়ে যায়
বেখেয়ালি স্টেশন রোডে...
মন্তব্যসমূহ