সুখের সব স্বপ্ন দেখতে শেখ্ ভালবাসায় আবদ্ধ হতে শেখ্
দুঃস্বপ্নের যাত্রীরা সব
বলছি যা মন দিয়ে শোন তা
দুঃস্বপ্ন দেখিস না তোরা
দুঃস্বপ্ন দেখিস না।
সুখের সব স্বপ্ন দেখতে শেখ্
ভালবাসায় আবদ্ধ হতে শেখ্
ভুলগুলো সব শুধরে নিতে শেখ্
নয় পরে তবে পছ্তাতেই হবে।
দুঃস্বপ্ন দেখিস না তোরা।
রাতের আকাশে জোৎসনা দেখতে শেখ্
দুচোখ ভরে চাঁদটা দেখতে শেখ্
প্রাণ খুলে শুধু গানটা গাইতে শেখ্
নয় পরে তবে পছ্তাতেই হবে।
দুঃস্বপ্ন দেখিসনা তোরা
দুঃস্বপ্নের যাত্রীরা সব
বলছি যা মন দিয়ে শোন তা
দুঃস্বপ্ন দেখিস না তোরা
দুঃস্বপ্ন দেখিস না।
মন্তব্যসমূহ