আহারে, আহারে কোথায় পাবো তাহারে আমি কী দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে? সে ছিল দূরে দূরে তাকিয়ে।

আমি কী দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে? সে ছিল দূরে দূরে
তাকিয়ে।
আহারে, আহারে কোথায় পাবো তাহারে, যে ছিল মনেরও গহীন কোণে? আমি কী দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে? সে ছিল দূরে দূরে তাকিয়ে। আহারে, আহারে কোথায় পাবো তাহারে, যে ছিল মনেরও অচিন কোণে? আকাশে, বাতাসে বসন্ত সুবাসে কোকিলের কুহু ডাকে তারি ছোঁয়া, অলিতে, গলিতে ঘরেতে বাহিরে যেথা যাই ডাকে মোরে তারি ছায়া। আমি কি দেখিনি হায় বুঝিনি, শুনিনি হায় তাহারও মনেরও আকুলতা? কেনো সে বোঝেনি হায় শোনেনি, জানেনি হায় আমারও বুকেরও অবুঝ কথা? উড়িয়া উড়িয়া, ঘুরিয়া ঘুরিয়া খুঁজিয়া বেড়াই তারে ডানা মেলে। এপারে ওপারে, দুয়ারে দুয়ারে শহরের খোয়াড়ে আঁকা মিছিলে। আমি কি দেখিনি হায় বুঝিনি, শুনিনি হায় তাহারও মনেরও আকুলতা? কেনো সে বোঝেনি হায় শোনেনি, জানেনি হায় আমারও বুকেরও অবুঝ কথা? আমি কী দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে? সে ছিল দূরে দূরে তাকিয়ে । আহারে, আহারে কোথায় পাবো তাহারে, যে ছিল মনেরও গহীন ঘড়ে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভ্রমণ জীবনে অনেক ঘটনা ঘটছে তবে সবচেয়ে একটু ব্যতিক্রম ঘটনা (সাজেক ভ্যালী'র)

মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি

নিশি রাতে চাঁন্দের আলো ঘরে ডুকেছে বন্ধু তোমার ভালোবাসা আমায় ছুঁয়েছে ।