জানি তুই একলা পথের পথিক হয়ে হাঁটবি না জানি তুই আমায় ভালোবাসবি না

জানি তুই একলা পথের পথিক হয়ে হাঁটবি না জানি তুই আমায় ভালোবাসবি না
জানি তুই একটা গানের গায়েন হয়ে গাইবি না গান
জানি তুই স্বপ্ন হয়ে হাসবি না জানি তুই রৌদ্র হয়ে আকাশটাকে ছুঁয়ে দিবি বৃষ্টি হয়ে ঝরে পড়বি চিলেকোঠার ঐ বারান্দাটাতে দাঁড়িয়ে ঘুম ভাঙানোর গান গাইবি জানি তুই জোছনা রাতে চুপটি বসে থাকবি না জানি তুই একলা বসে কাঁদবি না জানি তুই অন্ধকারের অন্ধ ঘরের একটি কোণে নিঃস্ব হয়ে জেগে থাকবি না জানি তোর কষ্টগুলো অশ্রু হয়ে ঝরবে শুধু স্বপ্ন হয়ে গান গাইবে না চিলে ধরা ভালোবাসা একলা পড়ে রইবে জানি মেঘেদের দল ছুটে চলবে না….

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভ্রমণ জীবনে অনেক ঘটনা ঘটছে তবে সবচেয়ে একটু ব্যতিক্রম ঘটনা (সাজেক ভ্যালী'র)

মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি

নিশি রাতে চাঁন্দের আলো ঘরে ডুকেছে বন্ধু তোমার ভালোবাসা আমায় ছুঁয়েছে ।