জানি তুই একলা পথের পথিক হয়ে হাঁটবি না জানি তুই আমায় ভালোবাসবি না

জানি তুই একলা পথের পথিক হয়ে হাঁটবি না জানি তুই আমায় ভালোবাসবি না
জানি তুই একটা গানের গায়েন হয়ে গাইবি না গান
জানি তুই স্বপ্ন হয়ে হাসবি না জানি তুই রৌদ্র হয়ে আকাশটাকে ছুঁয়ে দিবি বৃষ্টি হয়ে ঝরে পড়বি চিলেকোঠার ঐ বারান্দাটাতে দাঁড়িয়ে ঘুম ভাঙানোর গান গাইবি জানি তুই জোছনা রাতে চুপটি বসে থাকবি না জানি তুই একলা বসে কাঁদবি না জানি তুই অন্ধকারের অন্ধ ঘরের একটি কোণে নিঃস্ব হয়ে জেগে থাকবি না জানি তোর কষ্টগুলো অশ্রু হয়ে ঝরবে শুধু স্বপ্ন হয়ে গান গাইবে না চিলে ধরা ভালোবাসা একলা পড়ে রইবে জানি মেঘেদের দল ছুটে চলবে না….

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনকে সঠিক পথে পরিচালনা করা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যার জন্য প্রয়োজন ধৈর্য, শৃঙ্খলা এবং সঠিক মানসিকতা। আপনার জীবনকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সাজানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ যুক্তি ও নির্দেশিকা আমি নিচে একটি ফাইলে বিস্তারিতভাবে তুলে ধরছি।

আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের নাম সংযোজিত হয়েছিল বিশ্বমানচিত্রে।

🚀 লাভজনক মোটর পার্টসের ব্যবসার মূল চাবিকাঠি।