সপ্ন দেখার সপ্ন, বোনার প্রদ্বীপ শুধুই জ্বালো
তোমায় আমি এনে দেবো আকাশ ভরা তাঁরা,
তোমায় আমি এনে দেবো বটবৃক্ষের ছায়া,
নীল জোছনায় হাসবে তুমি সঙ্গে আমার খেয়া
সপ্ন হয়ে ছুটব দুুজন আর হবে না ফেরা
সপ্ন তোমার সত্য হবে, কষ্ট গুলো পথ হারাবে
ইচ্ছে তোমার পূর্ণ হবে পথের মাঝে আমায় পাবে... আমার চোখে দেখবে তুমি তোমার প্রতিচ্ছায়া,
শিশির ভেজা ঘাসের মাঝে রইবে আমার মায়া, আমার মাঝেই পাবে তুমি সকল আশার আলো,
সপ্ন দেখার সপ্ন, বোনার প্রদ্বীপ শুধুই জ্বালো|
নীল জোছনায় হাসবে তুমি সঙ্গে আমার খেয়া
সপ্ন হয়ে ছুটব দুুজন আর হবে না ফেরা
সপ্ন তোমার সত্য হবে, কষ্ট গুলো পথ হারাবে
ইচ্ছে তোমার পূর্ণ হবে পথের মাঝে আমায় পাবে... আমার চোখে দেখবে তুমি তোমার প্রতিচ্ছায়া,
শিশির ভেজা ঘাসের মাঝে রইবে আমার মায়া, আমার মাঝেই পাবে তুমি সকল আশার আলো,
সপ্ন দেখার সপ্ন, বোনার প্রদ্বীপ শুধুই জ্বালো|
মন্তব্যসমূহ