রূপকথা সে মাঝে মাঝে মন ফেরে না জলে ভেসে যায় কান্না গুলো রোদে পুড়ে যায় আবার।

সারা আকাশ জলে ভেসে যায় কান্না গুলো রোদে পুড়ে যায়
সব জমে থাকা আঙুলে
খুব বেশি কী চেনা হয়েছিল রাগ গুলো কী সুখী হয়েছিল মন মাঝে মাঝে মন কী যে চায় মাঝে মাঝে রূপকথা সে মাঝে মাঝে মন ফেরে না জলে ভেসে যায় কান্না গুলো রোদে পুড়ে যায় আবার। তবু চোখ ভেবে দেখেছে কী; রাগ ছিল ভুলটা; ঘুড়ি ওড়েনি আকাশ। নাকি ছুঁয়ে দাও। সারা আকাশ জলে ভেসে যায় কান্না গুলো রোদে পুড়ে যায় সব জমে থাকা আঙুলে খুব বেশি কী চেনা হয়েছিল রাগ গুলো কী সুখী হয়েছিল মন মাঝে মাঝে মন কী যে চায় মাঝে মাঝে রূপকথা সে মাঝে মাঝে মন ফেরে না জলে ভেসে যায় কান্না গুলো রোদে পুড়ে যায় আবার।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে রসিক আমার মন বান্ধিয়া পিন্জর বানাইছে

মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি