অপূর্ণ রয়ে যায় ভালোবাসা থেকে যায় কিছু কথোপকথন...

ছিলে আমার স্বপ্নে তুমি আজ কেন বহুদূর অনুভবে ভেসে আসে,
সেই চেনা প্রিয়ও সুর । কাছে যেতেও সংশয়, দূরে থাকতেও লাগে ভয়, এলোমেলো লাগে সবই । অপূর্ণ রয়ে যায় ভালোবাসা থেকে যায় কিছু কথোপকথন. অপূর্ণ রয়ে যায় ভালোবাসা থেকে যায় কিছু কথোপকথন... রাত্রি গুলো দীর্ঘ হয় বিষণ্ণ ভাবনাতে, চাঁদটা যেন লুকিয়ে রয়, বিবর্ণ জোছনাতে । কাছে যেতেও সংশয়, দূরে থাকতেও লাগে ভয়, এলোমেলো হয়ে আমি । অপূর্ণ রয়ে যায় ভালোবাসা থেকে যায় কিছু কথোপকথন... অপূর্ণ রয়ে যায় ভালোবাসা থেকে যায় কিছু কথোপকথন... সৃৃতিগুলো মুছে যায় অচেনা কুয়াশাতে, সময় যেন জড়াতে চায় জলহীন বরষাতে । কাছে যেতেও সংশয়, দূরে থাকতেও লাগে ভয়, এলোমেলো হয়ে আমি । অপূর্ণ রয়ে যায় ভালোবাসা থেকে যায় কিছু কথোপকথন. অপূর্ণ রয়ে যায় ভালোবাসা থেকে যায় কিছু কথোপকথন...

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভ্রমণ জীবনে অনেক ঘটনা ঘটছে তবে সবচেয়ে একটু ব্যতিক্রম ঘটনা (সাজেক ভ্যালী'র)

মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি

নিশি রাতে চাঁন্দের আলো ঘরে ডুকেছে বন্ধু তোমার ভালোবাসা আমায় ছুঁয়েছে ।