নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী জন্ম ফয়জুন্নেসা চৌধুরানী ১৮৩৪ বর্তমান কুমিল্লা জেলার , লাকসাম উপজেলার অন্তর্গত পশ্চিমগাঁ , (সে সময়ের হোমনাবাদ পরগনা) মৃত্যু ১৯০৩ জীবিকা জমিদার, সমাজকর্মী, লেখিকা ভাষা আরবি, ফার্সি, বাংলা ও সংস্কৃতি শিক্ষা পারিবারিক গৃহ শিক্ষকের মাধ্যমে আরবি, ফার্সি বাংলা ও সংস্কৃতি ভাষায় বুৎপত্তি অর্জন উল্লেখযোগ্য পুরস্কার ১৮৮৯ সালে মহারাণী ভিক্টরিয়ার নির্দেশক্রমে 'নওয়াব' উপাধি সঙ্গী জমিদার সৈয়দ মোহাম্মদ গাজী সন্তান দুই কন্যা আরশাদুন্নেসা এবং বদরুন্নেসাসহ আত্মীয় বাবা-জমিদার আহমদ আলী চৌধুরী, মা-আরাফান্নেসা চৌধুরীণী একাধারে কবি,সমাজসেবক।নারি শিক্ষার অগ্রগতির জন্ন্য তার অবদান ছিল অসামান্য।তিনি অনেক স্কুল,কলেজ,মাদ্রাসা,মসজিদ ও রাস্তাঘাট নির্মান করেন যার মাঝে কুমিল্লা নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্দ্যালয় ও লাকসাম সরকারি কলেজ অন্যতম।বলা হয়ে থাকে উনি ১৮৯৪ সালে উনি হজ্জ পালন করেন এবং মক্কায় একটি মাদ্রাসা ও মুসাফিরখানা স্থাপন করেন।বাংলার মহিলাদের মাঝে উনিই সর্বপ্রথম ১৮৮৯ সালে রানী ভিক্টোরিয়ার কাছ থেকে নবাব উপাধি লাভ করেন।...