পোস্টগুলি

আগস্ট, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Love Story We were both young when I first saw you I close my eyes and the flashback starts

ছবি
We were both young when I first saw you I close my eyes and the flashback starts I'm standing there on a balcony in summer air See the lights, see the party, the ball gowns See you make your way through the crowd And say hello Little did I know That you were Romeo, you were throwing pebbles And my daddy said, "Stay away from Juliet" And I was crying on the staircase Begging you, please, don't go And I said, "Romeo, take me somewhere we can be alone I'll be waiting, all that's left to do is run You'll be the prince and I'll be the princess It's a love story, baby just say yes So I sneak out to the garden to see you We keep quiet 'cause we're dead if they knew So close your eyes, escape this town for a little while 'Cause you were Romeo, I was a scarlet letter And my daddy said "Stay away from Juliet" But you were everything to me, I was begging you, please, don't go And I said Romeo take me somewhere we can be alone...

Forever In Love leads to laughter Love leads to pain With you by my side

ছবি
Forever In Love Love leads to laughter Love leads to pain With you by my side I feel good times again Never have I felt these feelings before You showed me the world How could I ask for more And although there's confusion We'll find a solution to keep my heart close to you And I know, yes I know If you hold me, believe me I'll never, never ever leave And I know There is nothing that I would not do for you Forever be true And I know Although times can be hard We will see it through I'm forever in love with you Show me affection In all different ways Give you my heart For the rest of my days With you all my troubles are left far behind Like heaven on earth When I look in your eyes And although there's confusion We'll find a solution To keep my heart close to you And I know, yes I know If you hold me, believe me I'll never, never ever leave And I know There is nothing that I would not do for you Forever be true And I know Although times c...

Sorry স্বপ্নের রাজকন্যা H......

ছবি
সময় যখন মরুর ঝড়ে, এ মন হারায় কেমন করে, আমি তখন যোজন দূরে একাকি সঙ্গি মৌনতা / আকাশ যখন আঁধার ভীষণ, এক ফোঁটা জল চেয়েছে মন, অবহেলায় অপমানে পেয়েছে রিক্ত শুন্যতা/ সমান্তরাল পথের বাকে, তোমার পথের দিশা থাকে, সে দিশা খোঁজে তোমাকে  স্বপ্নের রাজকন্যা H   ... গাছের সবুজ পাতার ফাঁকে, তোমার ছোঁয়া মিশে থাকে, সে ছোঁয়া খোঁজে তোমাকে  স্বপ্নের রাজকন্যা H ... তুমি নীলাকাশ আপন করেছো হঠাৎ কোন কালে কে জানে! স্বপ্ন সীমানা ছুঁয়ে দিয়েছ কোন সে জাদুতে কে জানে! আমি ছিলাম তোমার পাশে, তোমার আকাশ ভালবেসে, সে বিশালে খুঁজেছি একটুকু ঠাই, তাও মেলেনি তা/ হঠাৎ যখন ছুটির খেলা, মেঘে মেঘে অনেক বেলা, তখন সে ক্রান্তিকালে ধুম্রজালে খুঁজছ যে বৃথা/ অশান্ত মন বোঝাই কাকে, হারিয়ে চাইছি তোমাকে, হাতছানি দিয়ে যে ডাকে সৃতির পাতা... নদির শেষে আকাশ নীলে, স্বপ্নগুলো মেলে দিলে, তারা বলে সবাই মিলে, স্বপ্নের রাজকন্যা H... শোননা রূপসী, তুমি যে শ্রেয়সী, কি ভীষণ উদাসি, প্রেয়সী। জীবনের গলিতে, এ গানের কলিতে, চাইছি বলিতে, ভালবাসি। চোখের জলেরই আড়ালে, খেলা শুধুই দেখেছিলে, যন্ত্রণারই আগুন নীলে, পুড়েছি যে-বোঝনি তা/...

বন্ধুত্বের কোনো দিবস হয় না..!! প্রতিটি দিনই বন্ধু দিবস.

ছবি
বন্ধুত্বের কোনো দিবস হয় না..!! প্রতিটি দিনই বন্ধু দিবস..!! বন্ধুত্ব সেটা নয় যেটায় স্বার্থ থাকে। বন্ধুত্ব সেটাই যেটায় কোনো স্বার্থ থাকে না। বন্ধুত্বে তর আমার বলে কিছু নেই,যেটা তর সেটাও আমার যেটা আমার সেটাও তর এটাই বন্ধুত্ব। কেউ যদি আমায় জিজ্ঞেস করে আমার কাছে সব থেকে মুল্যবান জিনিস কি, তাহলে আমি নির্ধিদায় বলতে পারি সেটা বন্ধুত্ব। বন্ধুত্বের মতো পবিত্র বন্ধন আর একটাও হতে পারে না।কেননা বন্ধুত্ব তো দুটি দেহে একটি প্রাণ। ভিন্ন ভিন্ন মায়ের পেটের একি আত্মার দুই ভাই। বন্ধু না থাকলে দুনিয়াটা যে এতো সুন্দর হয়তো কখনো জানা হতো না। বন্ধু না থাকলে হয়ত প্রান খুলে হাসা হতো না। বন্ধু না থাকলে হয়তো মনের কষ্টের কথা কখনো কাউকে খুলে বলা হতো না। বন্ধুরা এমনি যারা কখনো মন খারাপ থাকতে দেয় না। বন্ধুরা এমনি যারা কখনো মাঝ রাস্থায় একা ছাড়ে না। বন্ধুরা এমনি দুনিয়ার সবাই অবিশ্বাস করলেও এরা কখনোই অবিশ্বাস করেনা। তুমি কারো কাছে ইম্পর্ট্যান্ট নাও হতে পারো, কিন্তু,তোমার বন্ধুদের কাছে তোমার ইম্পর্ট্যান্ট অনেক বেশি। বন্ধুরা আছে বলেই হয়ত এখনো প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি। আমাদের সবার বন্ধুত্ব গুল...

আমি আলো অন্ধকার ।। নির্বাচিত ২৫ কবিতা

রাত্রিগান ০১ পুনর্ভবা রাত্রি, যদি জেগে আছ, কেড়ো না স্বপ্নের শেষ ছবি কেড়ো না অন্তিম হাসি, দূরের নক্ষত্র থেকে ঝরে পড়ে কণা- মাত্র আলো, কেড়ো না চৈত্রের ঝড়ে ঠোঁটে-ধরা সামান্য খড়কুটো ইশারার ক্ষীণ আভা স্পর্শ ক’রে যেতে হবে অনিশ্চিন্দিপুর রক্তাক্ত সিঁড়ির বুকে থিরিথিরি অন্ধকারে নেমে গেছে পথ তুমুল হাতছানি যদি বেজে ওঠে স্থবিরের দিকশূন্য ঘুমে কাঠুরিয়া হবে মন ঢুকে পড়বে অরণ্যের স্তর থেকে স্তরে কুঠার যেখানে স্তব্ধ, সবুজ সন্ত্রাসে মত্ত বৃক্ষের সাঁজোয়া দরোজা, থেকো না বন্ধ, খুলে দাও অন্তহীন সমস্ত প্রস্তাব ওপারে আকাশ আর পৃথিবীর অনর্গল আশ্চর্য প্রতিভা যদি আছ নিদ্রাহীন, ধরো হাত, ফেলে দাও কৃপণ লন্ঠন অন্ধের তরঙ্গে চলো ঝাঁপ দিই দুর্নিবার – স্বপ্ন যদি শেষ …   _________________________________আব্দুল মালেক শুভ  ০২ তোমার প্রাণের কাছে যাব বলে ওগো রাত্রি, যে-ভাষা খুঁজেছি কখনও পেয়েছি তার চকিত প্রলাপ আর কখনও বা ঘুমে পিছল সিঁড়ির পথে হারিয়ে ফেলেছি তার একমাত্র মুখ ভাঙাচোরা আলো নিয়ে বেরিয়ে পড়েছি তবু বৃষ্টিভেজা পথে দেখেছি সুন্দর তুমি আমাকেও তিলে তিলে করেছ সুন্দর সে-সৌন্দর্যভার তবে কীভাবে বহন করব ...

পথের জটিল লাস্য ছুঁয়ে দেখি তুমি দূর ছায়াপথিকের আলোর গভীরে তুমি অন্ধকার

সমস্ত বৃক্ষের মর্মে চিরদিন তোমাকে খুঁজেছি বৃক্ষতম সমস্ত মেঘের পুঞ্জে তোমাকেই, বৃষ্টিঘোর প্রার্থনার মেঘ সমস্ত নদীর গর্ভে তুমি স্বচ্ছ উতরোল সমুদ্রসংকেত রাত্রির আড়ালে রাত্রি তুমি মহানিশীথের অলঙ্ঘ্য ব্যঞ্জনা পথের জটিল লাস্য ছুঁয়ে দেখি তুমি দূর ছায়াপথিকের আলোর গভীরে তুমি অন্ধকার হরিণের জ্বলে ওঠা চোখ চিরবিষাদের রক্তে বেড়ে ওঠ তুমি তীব্র সুরকাতরতা তুমিই চূড়ান্ত হর্ষ অফুরন্ত থরো থরো সিঁড়ির কিনারে বাক্যের ইঙ্গিতগুলি নিভে এলে জ্বলে ওঠে তোমার ইশারা সব অগ্নি তুচ্ছ, তুমি ক্ষমাহীন শতাব্দীর শ্রেষ্ঠ দাবানল সমস্ত জাগর দৃশ্যে তোমাকেই খুঁজে গেছি চিরজাগরণ ঘুম শেষ হ’লে তুমি নিয়ে চলো অন্তিমের আরও গাঢ় ঘুমে

বাতাস উধাও আজ, ঢেউ দাও, কেঁপে ওঠো তরঙ্গ

মুছো না এ-অন্ধছবি, কানে কানে বলে যাওয়া নিঃশব্দ হরফ কেড়ো না এ-জন্মরথ, বসন্তের ভিক্ষুকের ক্ষণিক পতাকা ভেঙে না এ-রাত্রিগান, গলন্ত মোমবাতি, হাওয়া, কাঁপা উচ্চারণ ছিঁড়ো না অদৃশ্য রজ্জু, নদীর নির্জন বাঁকে লুকানো তরণী বাতাস উধাও আজ, ঢেউ দাও, কেঁপে ওঠো তরঙ্গ অপার ফেনায় ফেনায় নাচো, ফুলে ওঠো, ধুয়ে দাও মজ্জার মরিচা এ-নৈশপ্রলাপটুকু তুলে রাখো, গায়ে তার এঁকে দাও ডানা উড়ে যাক্‌ ক্ষণমাত্র – যতদূর আশ্বিনের শান্ত ছায়াপথ                             _______________আব্দুল মালেক শুভ 

তবুও ফিরব না আজ, ওগো রাত্রি, হেঁটে যাব আগুন মাড়িয়ে চলতে চলতে জ্বলে উঠব, অন্ধকারে মেলে ধরব হাড়ের মশাল

যদি দিলে প্রাণ আর কানে কানে দুর্নিবার ভ্রমণ শেখালে বোলো না হে পথ তবে ফিরে যেতে স্মৃতিহীন অস্পষ্ট তন্দ্রায় বরং ফেরার সেতু ভেঙে ফেলি, পালাবার সমস্ত সড়ক মুছে ফেলি একে একে, তারপর মুখোমুখি দাঁড়াই স্বপ্নের হয়তো চোখ ঝলসে যাবে, গৃহযুদ্ধে খসে যাবে বিবর্ণ পতাকা হয়তো সে-রূপ আমি সহ্য করতে না-পেরে চিৎকার করব শেষে তবুও ফিরব না আজ, ওগো রাত্রি, হেঁটে যাব আগুন মাড়িয়ে চলতে চলতে জ্বলে উঠব, অন্ধকারে মেলে ধরব হাড়ের মশাল                              _______________আব্দুল মালেক শুভ 

পারি না, ঘুমিয়ে পড়ি, শ্লথ আলো নেমে আসে বিপন্ন রাত্রির দেখি

জানালায় কেঁপে ওঠে পাণ্ডু রাত চক্ষুহীন নিঃস্বতার ছায়া ও-প্রেত আমার, তাকে কোন্‌ ভাঙনের পথে দেব বিসর্জন নক্ষত্র গিয়েছে সরে দিনে দিনে তাকে আর ফেরাতে পারি না তবুও দু’হাত ভরে ছুঁতে যাই অন্ধকার শারদ মনীষা পারি না, ঘুমিয়ে পড়ি, শ্লথ আলো নেমে আসে বিপন্ন রাত্রির দেখি নদী, দেখি ধান, কাশের দিগন্তে মোড়া চন্দ্রকেতুগড় যা ছিল অতীত লুপ্ত বৃষ্টিধোয়া পাথরফলকে লেখা নাম দেখি তারা জেগে উঠে ভোরের আলোর মতো আদরে জড়ায় তবু এ-আঙুল, ভাবি, আঙুরলতার মতো পড়ুক ছড়িয়ে শূন্যতাকে মুছে দিক দ্রাক্ষারসে, ইতিহাস পুনর্লিখনের

আমি নৈশ কারিগর, প্রকাশ্য আলোয় হাঁটি ভিড়ের গভীরে গূঢ় অভিসন্ধিগুলি যথাসাধ্য ঢেকে রাখি হাসির আড়ালে

পৃথিবী হয়েছে স্তব্ধ, এবার পাঠাও দ্রুত তোমার সংকেত রাত্রির পোশাকে ডুবে চুপিচুপি নেমে আসি প্রাচীরের কাছে নীরবে প্রস্তুত করি ছেনি ও হাতুড়ি, আর নির্মম আঘাতে গড়ে তুলি অল্পে অল্পে সুরঙ্গের দীপ্ত মুখ নিভৃত দ্যোতনা আমি নৈশ কারিগর, প্রকাশ্য আলোয় হাঁটি ভিড়ের গভীরে গূঢ় অভিসন্ধিগুলি যথাসাধ্য ঢেকে রাখি হাসির আড়ালে মর্মের গোপন ক্ষত যদিও অস্থির করে কামড়ে কামড়ে তবু নিই বাতাসের তোমাকে জড়িয়ে থাকা শ্বাসরোধী ঘ্রাণ তারপর তারা ফোটে, শুরু হয় গাছেদের সুপ্ত কানাকানি দু’চোখে জড়ায় তন্দ্রা, মাঝে মাঝে টলে পড়ি মাতৃহারা ঘুমে আবার দাঁড়াই উঠে, পায়চারি করি, আর স্নায়ুর গভীরে কান পেতে রাখি, শুনি, ঢেউয়ে ঢেউয়ে ভেসে এল তোমার ইশারা                                          __________আব্দুল মালেক শুভ 

তোমার প্রাণের কাছে যাব বলে ওগো রাত্রি, যে-ভাষা খুঁজেছি কখনও পেয়েছি তার চকিত প্রলাপ আর কখনও বা ঘুমে

তোমার প্রাণের কাছে যাব বলে ওগো রাত্রি, যে-ভাষা খুঁজেছি কখনও পেয়েছি তার চকিত প্রলাপ আর কখনও বা ঘুমে পিছল সিঁড়ির পথে হারিয়ে ফেলেছি তার একমাত্র মুখ ভাঙাচোরা আলো নিয়ে বেরিয়ে পড়েছি তবু বৃষ্টিভেজা পথে দেখেছি সুন্দর তুমি আমাকেও তিলে তিলে করেছ সুন্দর সে-সৌন্দর্যভার তবে কীভাবে বহন করব শেখালে না কেন করতলে তুলে নেব অবলুপ্ত সভ্যতার মৃৎপাত্রগুলি তুমি মদ ঢেলে দিলে কীভাবে তা পান করব প্রাচীন শতকে এত যে দিয়েছ তবু কেন বলো বারংবার শূন্য হয়ে যাই ভেঙে ফেলি মূর্তি আর ভেঙে পড়ি অশ্রুহীন জন্মান্ধ কান্নায় কেবলই হারাই পথ, হেঁটে মরি হিজিবিজি বিপন্ন ধাঁধায় তোমার প্রাণের কাছে যাব বলে, ওগো রাত্রি, তবু জেগে থাকি                                              ______আব্দুল মালেক শুভ 

আমি আলো অন্ধকার

পুনর্ভবা রাত্রি, যদি জেগে আছ, কেড়ো না স্বপ্নের শেষ ছবি কেড়ো না অন্তিম হাসি, দূরের নক্ষত্র থেকে ঝরে পড়ে কণা- মাত্র আলো, কেড়ো না চৈত্রের ঝড়ে ঠোঁটে-ধরা সামান্য খড়কুটো ইশারার ক্ষীণ আভা স্পর্শ ক’রে যেতে হবে অনিশ্চিন্দিপুর রক্তাক্ত সিঁড়ির বুকে থিরিথিরি অন্ধকারে নেমে গেছে পথ তুমুল হাতছানি যদি বেজে ওঠে স্থবিরের দিকশূন্য ঘুমে কাঠুরিয়া হবে মন ঢুকে পড়বে অরণ্যের স্তর থেকে স্তরে কুঠার যেখানে স্তব্ধ, সবুজ সন্ত্রাসে মত্ত বৃক্ষের সাঁজোয়া দরোজা, থেকো না বন্ধ, খুলে দাও অন্তহীন সমস্ত প্রস্তাব ওপারে আকাশ আর পৃথিবীর অনর্গল আশ্চর্য প্রতিভা যদি আছ নিদ্রাহীন, ধরো হাত, ফেলে দাও কৃপণ লন্ঠন অন্ধের তরঙ্গে চলো ঝাঁপ দিই দুর্নিবার – স্বপ্ন যদি শেষ …

Happy Friendship Day 2017 বন্ধুত্ব হলো মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক । আত্মার শক্তিশালী বন্ধন হল বন্ধুত্ব । সমাজবিদ্যা, সামাজিক মনোবিজ্ঞান, নৃতত্ত্ব, এবং দর্শনে বন্ধুত্বের শিক্ষা দেয়া হয় ।

ছবি
বন্ধুত্ব হলো মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক । আত্মার শক্তিশালী বন্ধন হল বন্ধুত্ব । সমাজবিদ্যা, সামাজিক মনোবিজ্ঞান, নৃতত্ত্ব, এবং দর্শনে বন্ধুত্বের শিক্ষা দেয়া হয় । সামাজিক বিনিময় তত্ত্ব, ইকুইটি তত্ত্ব, রিলেশনাল দ্বন্দ্ববাদ, এবং সংযুক্তি শৈলী সহ ইত্যাদিতে বন্ধুত্বের বিভিন্ন একাডেমিক তত্ত্ব প্রস্তাব করা হয়েছে । ওয়ার্ল্ড হ্যাপিনেস ডেটাবেজ গবেষণায় দেখা গেছে যে ঘনিষ্ঠ বন্ধুত্বের কারনে মানুষ সুখী হয় । যদিও সেখানে বন্ধুত্বের অনেক রূপ আছে কিছু অবস্থান অনুসারে ভিন্ন হয় কিছু ন ির্দিষ্ট বৈশিষ্ট্য অনেক বন্ধনের মধ্যে উপস্থিত থাকে । স্নেহ, সহানুভূতি, সহমর্মিতা, সততা, পরার্থপরতা, পারস্পরিক বোঝাপড়া, এবং সমবেদনা, একে অপরের সঙ্গ, আস্থা, নিজের যোগ্যতা, অনুভূতি প্রকাশ, ভয় ছাড়াই বন্ধুর কাছে ভুল করা এই ধরনের বৈশিষ্ট্য বন্ধুত্বে অন্তর্ভুক্ত । কি ধরনের মানুষের সাথে বন্ধুত্ব গঠন করতে পারেন তার কোন ব্যবহারিক সীমা নেই, তার ব্যাকগ্রাউন্ড, জীবিকা, ভাল লাগা, অনুরূপ জনমিতি আছে কিনা তা শেয়ার করা ।

Facebook Addicted I'm talking about some of them ফেসবুক এডিক্টেড

ছবি
Facebook Addicted I'm talking about some of them ফেসবুক এডিক্টেড , লাইক , কমেন্ট , রিইয়েক্ট , শেয়ার , ম্যাসেজ , ইত্যাদি । কি লাভ এগুলোতে কোনো লাভ নাই , খালি সময় অপচয় নিজে নিজকে কুড়াল মারা নিজকে নিজ ক্ষতিগ্রস্ত করা চাড়া কোনো লাভ নাই । নেশাগ্রস্ত ফেসবুকিং করা চেড়ে দিন আপনার ফেসবুক চেড়ে অন্য দিকে সময় দিন ভালো সফলতা অর্জন করতে পারবেন সুখী সমৃদ্ধ জীবন যাপন করতে পারবেন । সময় দিন নিজের কাজে পড়ালেখা , ক্যারিয়ার ,ব্যবসা ,বাণিজ্য , চাকরী মনবসেবায় , ইত্যাদি । আপনি এটাও ভাবতে পারেন আমি কেনো এসব কথা বলছি আমি ও তো একি নৌকার মাঝি , আসলে ভুল করলে মানুষ শিক্ষা পায় তাই আগে ভুল করছি এখন আর না চেষ্টা করি সব সময় ফেসবুকে কম আসতে ।

Dreams Queen H cheek out Follow Some Advice

ছবি
Look At -- Some Advice  Follow You