তবুও ফিরব না আজ, ওগো রাত্রি, হেঁটে যাব আগুন মাড়িয়ে চলতে চলতে জ্বলে উঠব, অন্ধকারে মেলে ধরব হাড়ের মশাল

যদি দিলে প্রাণ আর কানে কানে দুর্নিবার ভ্রমণ শেখালে
বোলো না হে পথ তবে ফিরে যেতে স্মৃতিহীন অস্পষ্ট তন্দ্রায়
বরং ফেরার সেতু ভেঙে ফেলি, পালাবার সমস্ত সড়ক
মুছে ফেলি একে একে, তারপর মুখোমুখি দাঁড়াই স্বপ্নের
হয়তো চোখ ঝলসে যাবে, গৃহযুদ্ধে খসে যাবে বিবর্ণ পতাকা
হয়তো সে-রূপ আমি সহ্য করতে না-পেরে চিৎকার করব শেষে
তবুও ফিরব না আজ, ওগো রাত্রি, হেঁটে যাব আগুন মাড়িয়ে
চলতে চলতে জ্বলে উঠব, অন্ধকারে মেলে ধরব হাড়ের মশাল
                             _______________আব্দুল মালেক শুভ 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনকে সঠিক পথে পরিচালনা করা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যার জন্য প্রয়োজন ধৈর্য, শৃঙ্খলা এবং সঠিক মানসিকতা। আপনার জীবনকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সাজানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ যুক্তি ও নির্দেশিকা আমি নিচে একটি ফাইলে বিস্তারিতভাবে তুলে ধরছি।

আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের নাম সংযোজিত হয়েছিল বিশ্বমানচিত্রে।

🚀 লাভজনক মোটর পার্টসের ব্যবসার মূল চাবিকাঠি।