Facebook Addicted I'm talking about some of them ফেসবুক এডিক্টেড

Facebook Addicted
I'm talking about some of them
ফেসবুক এডিক্টেড ,
লাইক , কমেন্ট , রিইয়েক্ট , শেয়ার , ম্যাসেজ , ইত্যাদি ।
কি লাভ এগুলোতে কোনো লাভ নাই ,
খালি সময় অপচয় নিজে নিজকে কুড়াল মারা নিজকে নিজ ক্ষতিগ্রস্ত করা চাড়া কোনো লাভ নাই ।
নেশাগ্রস্ত ফেসবুকিং করা চেড়ে দিন আপনার ফেসবুক চেড়ে অন্য দিকে সময় দিন ভালো সফলতা অর্জন করতে পারবেন সুখী সমৃদ্ধ জীবন যাপন করতে পারবেন ।


সময় দিন নিজের কাজে পড়ালেখা , ক্যারিয়ার ,ব্যবসা ,বাণিজ্য , চাকরী মনবসেবায় , ইত্যাদি ।
আপনি এটাও ভাবতে পারেন আমি কেনো এসব কথা বলছি আমি ও তো একি নৌকার মাঝি ,
আসলে ভুল করলে মানুষ শিক্ষা পায়
তাই আগে ভুল করছি এখন আর না চেষ্টা করি সব সময় ফেসবুকে কম আসতে ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে রসিক আমার মন বান্ধিয়া পিন্জর বানাইছে

মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি