Facebook Addicted I'm talking about some of them ফেসবুক এডিক্টেড

Facebook Addicted
I'm talking about some of them
ফেসবুক এডিক্টেড ,
লাইক , কমেন্ট , রিইয়েক্ট , শেয়ার , ম্যাসেজ , ইত্যাদি ।
কি লাভ এগুলোতে কোনো লাভ নাই ,
খালি সময় অপচয় নিজে নিজকে কুড়াল মারা নিজকে নিজ ক্ষতিগ্রস্ত করা চাড়া কোনো লাভ নাই ।
নেশাগ্রস্ত ফেসবুকিং করা চেড়ে দিন আপনার ফেসবুক চেড়ে অন্য দিকে সময় দিন ভালো সফলতা অর্জন করতে পারবেন সুখী সমৃদ্ধ জীবন যাপন করতে পারবেন ।


সময় দিন নিজের কাজে পড়ালেখা , ক্যারিয়ার ,ব্যবসা ,বাণিজ্য , চাকরী মনবসেবায় , ইত্যাদি ।
আপনি এটাও ভাবতে পারেন আমি কেনো এসব কথা বলছি আমি ও তো একি নৌকার মাঝি ,
আসলে ভুল করলে মানুষ শিক্ষা পায়
তাই আগে ভুল করছি এখন আর না চেষ্টা করি সব সময় ফেসবুকে কম আসতে ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভ্রমণ জীবনে অনেক ঘটনা ঘটছে তবে সবচেয়ে একটু ব্যতিক্রম ঘটনা (সাজেক ভ্যালী'র)

মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি

নিশি রাতে চাঁন্দের আলো ঘরে ডুকেছে বন্ধু তোমার ভালোবাসা আমায় ছুঁয়েছে ।