আমি আলো অন্ধকার

পুনর্ভবা রাত্রি, যদি জেগে আছ, কেড়ো না স্বপ্নের শেষ ছবি
কেড়ো না অন্তিম হাসি, দূরের নক্ষত্র থেকে ঝরে পড়ে কণা-
মাত্র আলো, কেড়ো না চৈত্রের ঝড়ে ঠোঁটে-ধরা সামান্য খড়কুটো
ইশারার ক্ষীণ আভা স্পর্শ ক’রে যেতে হবে অনিশ্চিন্দিপুর
রক্তাক্ত সিঁড়ির বুকে থিরিথিরি অন্ধকারে নেমে গেছে পথ
তুমুল হাতছানি যদি বেজে ওঠে স্থবিরের দিকশূন্য ঘুমে
কাঠুরিয়া হবে মন ঢুকে পড়বে অরণ্যের স্তর থেকে স্তরে
কুঠার যেখানে স্তব্ধ, সবুজ সন্ত্রাসে মত্ত বৃক্ষের সাঁজোয়া
দরোজা, থেকো না বন্ধ, খুলে দাও অন্তহীন সমস্ত প্রস্তাব
ওপারে আকাশ আর পৃথিবীর অনর্গল আশ্চর্য প্রতিভা
যদি আছ নিদ্রাহীন, ধরো হাত, ফেলে দাও কৃপণ লন্ঠন
অন্ধের তরঙ্গে চলো ঝাঁপ দিই দুর্নিবার – স্বপ্ন যদি শেষ …

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে রসিক আমার মন বান্ধিয়া পিন্জর বানাইছে

মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি