বাতাস উধাও আজ, ঢেউ দাও, কেঁপে ওঠো তরঙ্গ

মুছো না এ-অন্ধছবি, কানে কানে বলে যাওয়া নিঃশব্দ হরফ
কেড়ো না এ-জন্মরথ, বসন্তের ভিক্ষুকের ক্ষণিক পতাকা
ভেঙে না এ-রাত্রিগান, গলন্ত মোমবাতি, হাওয়া, কাঁপা উচ্চারণ
ছিঁড়ো না অদৃশ্য রজ্জু, নদীর নির্জন বাঁকে লুকানো তরণী
বাতাস উধাও আজ, ঢেউ দাও, কেঁপে ওঠো তরঙ্গ অপার
ফেনায় ফেনায় নাচো, ফুলে ওঠো, ধুয়ে দাও মজ্জার মরিচা
এ-নৈশপ্রলাপটুকু তুলে রাখো, গায়ে তার এঁকে দাও ডানা
উড়ে যাক্‌ ক্ষণমাত্র – যতদূর আশ্বিনের শান্ত ছায়াপথ
                            _______________আব্দুল মালেক শুভ 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভ্রমণ জীবনে অনেক ঘটনা ঘটছে তবে সবচেয়ে একটু ব্যতিক্রম ঘটনা (সাজেক ভ্যালী'র)

মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি

নিশি রাতে চাঁন্দের আলো ঘরে ডুকেছে বন্ধু তোমার ভালোবাসা আমায় ছুঁয়েছে ।