আমি নৈশ কারিগর, প্রকাশ্য আলোয় হাঁটি ভিড়ের গভীরে গূঢ় অভিসন্ধিগুলি যথাসাধ্য ঢেকে রাখি হাসির আড়ালে

পৃথিবী হয়েছে স্তব্ধ, এবার পাঠাও দ্রুত তোমার সংকেত
রাত্রির পোশাকে ডুবে চুপিচুপি নেমে আসি প্রাচীরের কাছে
নীরবে প্রস্তুত করি ছেনি ও হাতুড়ি, আর নির্মম আঘাতে
গড়ে তুলি অল্পে অল্পে সুরঙ্গের দীপ্ত মুখ নিভৃত দ্যোতনা
আমি নৈশ কারিগর, প্রকাশ্য আলোয় হাঁটি ভিড়ের গভীরে
গূঢ় অভিসন্ধিগুলি যথাসাধ্য ঢেকে রাখি হাসির আড়ালে
মর্মের গোপন ক্ষত যদিও অস্থির করে কামড়ে কামড়ে
তবু নিই বাতাসের তোমাকে জড়িয়ে থাকা শ্বাসরোধী ঘ্রাণ
তারপর তারা ফোটে, শুরু হয় গাছেদের সুপ্ত কানাকানি
দু’চোখে জড়ায় তন্দ্রা, মাঝে মাঝে টলে পড়ি মাতৃহারা ঘুমে
আবার দাঁড়াই উঠে, পায়চারি করি, আর স্নায়ুর গভীরে
কান পেতে রাখি, শুনি, ঢেউয়ে ঢেউয়ে ভেসে এল তোমার ইশারা

                                         __________আব্দুল মালেক শুভ 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে রসিক আমার মন বান্ধিয়া পিন্জর বানাইছে

মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি