তোমার প্রাণের কাছে যাব বলে ওগো রাত্রি, যে-ভাষা খুঁজেছি কখনও পেয়েছি তার চকিত প্রলাপ আর কখনও বা ঘুমে

তোমার প্রাণের কাছে যাব বলে ওগো রাত্রি, যে-ভাষা খুঁজেছি
কখনও পেয়েছি তার চকিত প্রলাপ আর কখনও বা ঘুমে
পিছল সিঁড়ির পথে হারিয়ে ফেলেছি তার একমাত্র মুখ
ভাঙাচোরা আলো নিয়ে বেরিয়ে পড়েছি তবু বৃষ্টিভেজা পথে
দেখেছি সুন্দর তুমি আমাকেও তিলে তিলে করেছ সুন্দর
সে-সৌন্দর্যভার তবে কীভাবে বহন করব শেখালে না কেন
করতলে তুলে নেব অবলুপ্ত সভ্যতার মৃৎপাত্রগুলি
তুমি মদ ঢেলে দিলে কীভাবে তা পান করব প্রাচীন শতকে
এত যে দিয়েছ তবু কেন বলো বারংবার শূন্য হয়ে যাই
ভেঙে ফেলি মূর্তি আর ভেঙে পড়ি অশ্রুহীন জন্মান্ধ কান্নায়
কেবলই হারাই পথ, হেঁটে মরি হিজিবিজি বিপন্ন ধাঁধায়
তোমার প্রাণের কাছে যাব বলে, ওগো রাত্রি, তবু জেগে থাকি
                                             ______আব্দুল মালেক শুভ 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভ্রমণ জীবনে অনেক ঘটনা ঘটছে তবে সবচেয়ে একটু ব্যতিক্রম ঘটনা (সাজেক ভ্যালী'র)

মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি

নিশি রাতে চাঁন্দের আলো ঘরে ডুকেছে বন্ধু তোমার ভালোবাসা আমায় ছুঁয়েছে ।