পোস্টগুলি

My Social Address Add or Follow Us

ছবি

Good question to mind, do not break down, you must strengthen yourself. shuvo :(

ছবি
Good question to mind, do not break down, you must strengthen yourself. shuvo :( To build this beautiful life, at least you have to be good. :) Shuvo, life does not end here, still the whole life remains If you do not break, you have to learn how to move in a new way. :) Do not skip everything, Have a hard time on yourself, Shuvo :( I always trying to be good, I can not do it again :) But I will try to stay good all the time :(

ভালোবাসা পেলে সব লন্ডভন্ড করে চলে যাবো যেদিকে দুচোখ যায়- যেতে তার খুশি লাগে খুব ।

ছবি
ভালোবাসা পেলে সব লন্ডভন্ড করে চলে যাবো যেদিকে দুচোখ যায়- যেতে তার খুশি লাগে খুব । ভালোবাসা পেলে আমি কেন পায়সান্ন খাবো যা খায় গরিবে, তাই খাবো বহুদিন যত্ন করে । ভালোবাসা পেলে আমি গায়ের সমস্ত মুগ্ধকারী আবরণ খুলে ফেলে দৌড় ঝাঁপ করবো কড়া রোদে... ভালোবাসা পেলে জানি সব হবে ।  না পেলে তোমায় আমি কি বোবার মতো বসে থাকবো- ভালোবাসা না পেলে কি আমার এমনি দিন যাবে চোরের মতন, কিংবা হাহাকারে সোচ্চার , বিমনা-- আমি কি ভীষণ ভাবে তাকে চাই ভালোবাসা জানে।

কোনো এক ভুল আবেগ কিছু অর্থ হীন শব্দ কোনো এক মিছেমায়া ভুল শ্রুতে মিশে গেছে অপলক নিষ্পাপ জীবন টা।

ছবি
কোনো এক ভুল আবেগ কিছু অর্থ হীন শব্দ  কোনো এক মিছেমায়া ভুল শ্রুতে মিশে গেছে অপলক নিষ্পাপ জীবন টা। - জানি না যেকোনো সময় ধুলশ্রুতে মিশে যেতে পারে জীবন টা । - কিছু মিথ্যাকে সত্য ভেবে পেশে গেছি । - ভুল কিছু কাজ কে না সুদ্রু এড়িয়ে চলছি জানা অজানা ভুল কাজ করছি বুজতে পারি নাই এমন হবে । - না জেনে না শুনে মিলেছি সবাইর সাথে ছিনতে পারি নাই কাউকে । - ভালো মন্দ যাচাই না করে সব কিছু বিশ্বাস করে পেশিছি আমি । - আজ সে ভুল গুলো বিশাল এক কালো মহা অধ্যায় হয়ে কাল সাপ হয়ে দাড়িয়েছে আমার সামনে । - জানি আমার ভবিষ্যৎ টা খুব একটা ভালো যাবে না । - এখনি দেখতেছি অন্ধকার ছন্ন বিশালতা র পাহাড় দেখি দু-চোখে আজ । - ভালো কথা গুলো কে যদি আগে থেকে গুরুত দিতাম তাহলে আজ নিজকে নিয়ে নিজে এত কথা লিখা হতো না পস্কাতে হতো না । x

আমি একদিন অনেক বড় মানুষ হব সব মানুষের সাথে আমি স্বপ্ন দেখি স্বপ্ন ভুনি

ছবি
প্রতিটা মানুষের ভবিষ্যৎ প্লান থাকে স্বপ্ন থাকে মাষ্টার প্লান থাকে।  - আমি একদিন অনেক বড় মানুষ হব  সব মানুষের সাথে আমি স্বপ্ন দেখি স্বপ্ন ভুনি  স্বপ্ন দেখাটা ভুল না । - স্বপ্ন কে বাস্তবায়ন করা হচ্ছে মূল বিষয় প্রতিটা স্বপ্নকে কাজে পরিনিত করা হচ্ছে মানুষের মূল লক্ষ্য। - স্বপ্ন দেখি সত্যি কিন্তু ভিতরে মূলধন পূঁজি নাই । - কীভাবে এ স্বপ্ন কে বাস্তব রূপান্তরিত করবো জানি নাহ । - এলোমেলো জীবন টাকে সাজিয়ে ঘুছিয়ে রাখতে চাই সব সময় । x

আজ কাল যে হারে আড্ডা মাস্তি মনগড়া চলা ফিরা করছি যার তার সাথে মিলেমিশে ঘুরে বেড়াচ্ছি । জানি না আমার ভবিষ্যৎ কি হবে,

ছবি
আজ কাল যে হারে আড্ডা মাস্তি মনগড়া চলা ফিরা করছি যার তার সাথে মিলেমিশে ঘুরে বেড়াচ্ছি । জানি না আমার ভবিষ্যৎ কি হবে, আল্লাহ ভালো জানে , আসলে সব কিছু নিজ থেকে এলোমেলো হয়ে যাচ্ছে কিছু বুজতে পারছি না খুব চিন্তিত আমি । সব কিছু বোঝা হয়ে আছে কোনো চিন্তা মাথায় ঢুকছে ও না আবার বের ও হচ্ছে না সব জ্যম হয়ে আছে । কোনো কিছু চাড়তে পারছি না আবার নতুন কিছু ধরতে পারছি না বিশাল বেকায়াদা আছি আমি । x

বর্তমান সময়ে মানুষের সবচেয়ে বড় প্লাটফ্রাম হচ্ছে ফেসবুক এবং, - জনপ্রিয় একটি প্লাটফ্রাম ফেসবুক ওপেন প্লেস

ছবি
বর্তমান সময়ে মানুষের সবচেয়ে বড় প্লাটফ্রাম হচ্ছে ফেসবুক  এবং, - জনপ্রিয় একটি প্লাটফ্রাম ফেসবুক ওপেন প্লেস  ইচ্ছা অনিচ্ছা অনেক কিছু করা যায় । - ফেসবুক এখন মানুষের সবচেয়ে বেশী পারসোনালইটি থাকে প্রতিটি মানুষের একেক টা স্ট্যাটাস এখন ফেসবুক । - ইচ্ছা অনিচ্ছার বিরুদ্ধে কিছু করতে গেলো ও করা যায় না । - দেখা হোক বা না হোক , কথা হোক বা না হোক , - সব সময় চ্যাট লিস্টে জ্বলে থাকে সবুজ সিগন্যাল বাতি টা । - এভাবে জ্বলে থাকে প্রতিটা মানুষের প্রোফাইলে , চলে হাজার ও কথপোকথন মিশে আছে এভাবে প্রতিটা মানুষ। - My own talent has written the words, in my own mind and not written copies of others. https://www.facebook.com/abdulmalekshuvo