কোনো এক ভুল আবেগ কিছু অর্থ হীন শব্দ কোনো এক মিছেমায়া ভুল শ্রুতে মিশে গেছে অপলক নিষ্পাপ জীবন টা।

কোনো এক ভুল আবেগ কিছু অর্থ হীন শব্দ কোনো এক মিছেমায়া ভুল শ্রুতে মিশে গেছেঅপলক নিষ্পাপ জীবন টা।-জানি না যেকোনো সময় ধুলশ্রুতে মিশে যেতে পারে জীবন টা ।-কিছু মিথ্যাকে সত্য ভেবে পেশে গেছি ।-ভুল কিছু কাজ কে না সুদ্রু এড়িয়ে চলছি জানা অজানা ভুল কাজ করছি বুজতে পারি নাই এমন হবে ।-না জেনে না শুনে মিলেছি সবাইর সাথে ছিনতে পারি নাই কাউকে ।-ভালো মন্দ যাচাই না করে সব কিছু বিশ্বাস করে পেশিছি আমি ।-আজ সে ভুল গুলো বিশাল এক কালো মহা অধ্যায় হয়ে কাল সাপ হয়ে দাড়িয়েছে আমার সামনে ।-জানি আমার ভবিষ্যৎ টা খুব একটা ভালো যাবে না ।-এখনি দেখতেছি অন্ধকার ছন্ন বিশালতা র পাহাড় দেখি দু-চোখে আজ ।-ভালো কথা গুলো কে যদি আগে থেকে গুরুত দিতাম তাহলে আজ নিজকে নিয়ে নিজে এত কথা লিখা হতো না পস্কাতে হতো না ।
x

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে রসিক আমার মন বান্ধিয়া পিন্জর বানাইছে

মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি