আজ কাল যে হারে আড্ডা মাস্তি মনগড়া চলা ফিরা করছি যার তার সাথে মিলেমিশে ঘুরে বেড়াচ্ছি । জানি না আমার ভবিষ্যৎ কি হবে,

আজ কাল যে হারে আড্ডা মাস্তি মনগড়া চলা ফিরা করছি যার তার সাথে মিলেমিশে ঘুরে বেড়াচ্ছি ।

জানি না আমার ভবিষ্যৎ কি হবে,

আল্লাহ ভালো জানে ,

আসলে সব কিছু নিজ থেকে এলোমেলো হয়ে যাচ্ছে কিছু বুজতে পারছি না খুব চিন্তিত আমি ।

সব কিছু বোঝা হয়ে আছে কোনো চিন্তা মাথায় ঢুকছে ও না আবার বের ও হচ্ছে না সব জ্যম হয়ে আছে ।

কোনো কিছু চাড়তে পারছি না আবার নতুন কিছু ধরতে পারছি না
বিশাল বেকায়াদা আছি আমি ।
x


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনকে সঠিক পথে পরিচালনা করা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যার জন্য প্রয়োজন ধৈর্য, শৃঙ্খলা এবং সঠিক মানসিকতা। আপনার জীবনকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সাজানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ যুক্তি ও নির্দেশিকা আমি নিচে একটি ফাইলে বিস্তারিতভাবে তুলে ধরছি।

🚀 লাভজনক মোটর পার্টসের ব্যবসার মূল চাবিকাঠি।

বাংলাদেশের জাতীয় পতাকা সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্নাবলী