আমি একদিন অনেক বড় মানুষ হব সব মানুষের সাথে আমি স্বপ্ন দেখি স্বপ্ন ভুনি

প্রতিটা মানুষের ভবিষ্যৎ প্লান থাকেস্বপ্ন থাকে মাষ্টার প্লান থাকে। -আমি একদিন অনেক বড় মানুষ হব সব মানুষের সাথে আমি স্বপ্ন দেখি স্বপ্ন ভুনি স্বপ্ন দেখাটা ভুল না ।-স্বপ্ন কে বাস্তবায়ন করা হচ্ছে মূল বিষয়প্রতিটা স্বপ্নকে কাজে পরিনিত করা হচ্ছে মানুষের মূল লক্ষ্য।-স্বপ্ন দেখি সত্যি কিন্তু ভিতরে মূলধন পূঁজি নাই ।-কীভাবে এ স্বপ্ন কে বাস্তব রূপান্তরিত করবো জানি নাহ ।-এলোমেলো জীবন টাকে সাজিয়ে ঘুছিয়ে রাখতে চাই সব সময় ।
x

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনকে সঠিক পথে পরিচালনা করা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যার জন্য প্রয়োজন ধৈর্য, শৃঙ্খলা এবং সঠিক মানসিকতা। আপনার জীবনকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সাজানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ যুক্তি ও নির্দেশিকা আমি নিচে একটি ফাইলে বিস্তারিতভাবে তুলে ধরছি।

🚀 লাভজনক মোটর পার্টসের ব্যবসার মূল চাবিকাঠি।

বাংলাদেশের জাতীয় পতাকা সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্নাবলী