ভালোবাসা পেলে সব লন্ডভন্ড করে চলে যাবো যেদিকে দুচোখ যায়- যেতে তার খুশি লাগে খুব ।

ভালোবাসা পেলে সব লন্ডভন্ড করে চলে যাবো
যেদিকে দুচোখ যায়- যেতে তার খুশি লাগে খুব ।


ভালোবাসা পেলে আমি কেন পায়সান্ন খাবো
যা খায় গরিবে, তাই খাবো বহুদিন যত্ন করে ।


ভালোবাসা পেলে আমি গায়ের সমস্ত মুগ্ধকারী
আবরণ খুলে ফেলে দৌড় ঝাঁপ করবো কড়া রোদে...
ভালোবাসা পেলে জানি সব হবে । 


না পেলে তোমায়
আমি কি বোবার মতো বসে থাকবো-
ভালোবাসা না পেলে কি আমার এমনি দিন যাবে


চোরের মতন, কিংবা হাহাকারে সোচ্চার , বিমনা--
আমি কি ভীষণ ভাবে তাকে চাই ভালোবাসা জানে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনকে সঠিক পথে পরিচালনা করা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যার জন্য প্রয়োজন ধৈর্য, শৃঙ্খলা এবং সঠিক মানসিকতা। আপনার জীবনকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সাজানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ যুক্তি ও নির্দেশিকা আমি নিচে একটি ফাইলে বিস্তারিতভাবে তুলে ধরছি।

🚀 লাভজনক মোটর পার্টসের ব্যবসার মূল চাবিকাঠি।

বাংলাদেশের জাতীয় পতাকা সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্নাবলী