- ভ্রমণ জীবনে অনেক ঘটনা ঘটছে তবে সবচেয়ে একটু ব্যতিক্রম ঘটনা (সাজেক ভ্যালী'র) প্রথম,একটি ঘটনা শেয়ার করলাম,
- দিন টি ছিলো ( সোমবার)
- তারিখ ৮ জুলাই ২০১৯
- সময় ৯:১৫ এম
- আমরা ৬ বন্ধু আমি, জাহিদ হাসান , আব্দুল্লাহ আল-মাসুম, আশরাফ সুজন, মেজবাহ উদ্দিন রুপম, আব্দুল আলিম, সবাইর বাড়ী কুমিল্লা
- সবাই মিলে প্লান ঢাকা থেকে সাজেক যাবো
- ৭-জুন-২০১৯ তারিখে রাত ১০:৩০ শ্যামলী বাসে উঠি।
- সাজেক ভ্যালির উদ্দেশ্য রওয়ানা হয়
- খাগড়াছড়ি শাপলাচত্বর থেকে এই লেগুনা /বা চান্দের গাড়ি তে উঠি ৮:৪০ এর দিকে বাগাইচড়ি আসার ঠিক কয়ক কিলোমিটার আগে এক্সিডেন্ট হয়।
- পাহাড় অনেক উচ্চতায় চিলো তখন আমাদের চান্দের গাড়ি।
- একটা ট্রাকে সাইড দিতে গিয়ে সামনে চিলো লেগুনা / বা চান্দের গাড়ি পরে এসে থাপ থাপ করে মুখামুখি সংঘ হয় আমাদের তেমেন কিছু হয় নাই আমরা সবাই অনপ্রস্তুত চিলাম যে যার মত করে।
- আল্লাহ আমাদের রক্ষা করছে,
- আমরা পাহাড় এর অনেক উচ্চতায় চিলাম রাস্তার ঠিক এক ফিট পাশে খালি চিলো চান্দের গাড়ী টা পাহাড়ের নিচে পড়ে যেতো। একটু বাকা করলে আমরা প্রায় ১০০০/১১০০ ফিট নিচে পড়ে যেতাম এইদিন মহান আল্লাহ অশেষ রহমতে আমরা বেচে যায়।
- আল্লাহ আমাদের রক্ষা করছে।
- সে জন্য মহান আল্লাহ দরবার হাজার সুক্রিয়া করি।
- পরে আমরা আবার চান্দের গাড়ির সমতি তে ফোন করে বিস্তারিত জানানোর পর তারা আবার আরেকটি গাড়ি পাঠায়।
- পরে এই ড্রাইভার আমাদের কে সবাইকে সুস্থভাবে সাজেক রুইলুই পাড়া পোঁছাই পরে সবাই রুমে গিয়ে একটু রেস্ট নেয় আর এই ঘটনা উপলব্ধি করি পরে যার যার মত ফ্রেশ হয়ে সবাই মিলে এবার দেখব প্রকৃতিরঞ্জন মেঘের রাজ্য সাজেক
- এইদিন আবার চিলো বৃষ্টি সারাদিন টিপ টিপ বৃষ্টি চিলো তার মাঝে মঘের এই উপত্যকা ঘুরে শেষ করে আবার পরে দিন খাগড়াছড়ি উদ্দেশ্য রওয়না হয় সকাল বেলা। এইদিন আর সমস্যা হয় নাই সুস্থভাবে ফিরে এসেছি
- পরে আলুটিলা ও খাগড়াছড়ি ঝুলন্ত ব্রীজ আরেকটা ঝর্না আছে নাম মনে হচ্ছে না।
- তবে ভ্রমণ টা খুব ভালাই আনন্দ উপভোগ যদি ও মাঝেমধ্যে একটু সমস্যা হয়ছে।
- ২ - পর্ব - রাঙ্গামাটি ভ্রমন এটা ও কিছু দিন পর এখানে অনেক ঘটনা আছে।
- ৩- পর্ব - কক্সবাজার থেকে সেন্টমার্টিন
- ৪- পর্ব- সিলেট মাধব কুন্ড ভ্রমণ সেখানেও বেশ কিছু ঘটানো আছে।
১-পর্ব সবচেয়ে স্বরনীয় ঘটনা হচ্ছে সাজেক ভ্যালি যদি ও একবছর আগের কথা।
|
Add caption
|
মন্তব্যসমূহ