যেখানে নেই কোন পূর্ণতার স্বাদ, শুধু অতৃপ্তি আর আকাঙ্ক্ষার বাধ।

নীল হয়ে আছি আমি, আমাকে ছুঁয়ো না তুমি
হয়ে যেতে পার তুমি নীল!
নীল মানে কী_ জান তুমি?নীল মানে, অসীম শূন্যতার ছড়াছড়ি,
সুগভীর বেদনার জড়াজড়ি।যেখানে নেই কোন পূর্ণতার স্বাদ, শুধু অতৃপ্তি আর আকাঙ্ক্ষার বাধ। সেই অনাকাঙ্ক্ষিত বেদনায় নীলাভ এই মন, নীল সব ভালোবাসা।
____________________________®Shuvo

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভ্রমণ জীবনে অনেক ঘটনা ঘটছে তবে সবচেয়ে একটু ব্যতিক্রম ঘটনা (সাজেক ভ্যালী'র)

মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি

নিশি রাতে চাঁন্দের আলো ঘরে ডুকেছে বন্ধু তোমার ভালোবাসা আমায় ছুঁয়েছে ।