নতুন বছরে'র শুভেচ্ছা ২০১৯ |Shuvo


বিসমিল্লাহির রাহমানির রাহীম।
নতুন বছরে'র শুভেচ্ছা অভিনন্দন ২০১৯
আসসালামু আলাইকুম। আমাদের সকলের জীবন থেকে শেষ হয়ে গেল আরো একটি বছর এবং শুরু হলো নতুন একটি বছরের যাত্রা।
নতুন বছরের প্রথম সকালেই এই ব্লগের সকল সম্মানীত ব্লগার এবং পাঠকদের জানাচ্ছি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।
২০১৮ বছরটা হয়ত কারো কাছে ছিল খুবই আনন্দের আবার অন্যদিকে কারো কাছে হয়ত ছিল খুবই কস্টের।সত্যিকার অর্থেই আমাদের সকলের জীবন আনন্দ এবং কস্ট এই দুটো রশিতে বাঁধা!
কোন কারণ বা উপলক্ষ আমাদের জন্য নিয়ে আসে অনাবিল আনন্দ আবার অনেক উপলক্ষ আমাদের কস্টের কারণ হয়ে দাড়ায়।
একটি বছরে ৩৬৫ টা দিন।এই ৩৬৫ টা দিনই যে আমাদের সকলের এক রকম কেটেছে এটা বললে ভুল হবে।হয়ত এই ৩৬৫ দিনের কোন দিন আমরা থেকেছি অনেক আনন্দে আবার অনেক দিন থাকতে হয়েছে খুবই কস্টের মাঝে।এখন গড় বিবেচনায় সুখ দুঃখের দাঁড়িপাল্লা হয়ত কারো দিকে সুখের দিকটাকে ভারি করবে আবার কারো দিকে দুঃখের দিকটাকে।
আসলে সময়ের সাথে সাথে যা একবার চলে যায় সেটা নিয়ে হাজার চেস্টায়ও কখনো ফিরিয়ে আনা সম্ভব নয়।তাই পুরাতন বছরে আমাদের মাঝে কি হয়েছে সেটা না ভেবে নতুন বছরে কি হতে পারে সেটা নিয়ে চিন্তা করাটাই বুদ্ধিমানের কাজ হবে।
দুয়া করছি ইনশা'আল্লাহ নতুন বছরটি আমাদের সকলের জন্য বয়ে নিয়ে আসুক অনাবিল আনন্দের জোয়ার।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভ্রমণ জীবনে অনেক ঘটনা ঘটছে তবে সবচেয়ে একটু ব্যতিক্রম ঘটনা (সাজেক ভ্যালী'র)

মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি

নিশি রাতে চাঁন্দের আলো ঘরে ডুকেছে বন্ধু তোমার ভালোবাসা আমায় ছুঁয়েছে ।