পৃথিবীতে প্রতিটা মূহুর্তে, কেউ না কেউ, কারো না কারো জন্য অপেক্ষা করে...!

পৃথিবীতে প্রতিটা মূহুর্তে,
কেউ না কেউ,
কারো না কারো জন্য অপেক্ষা করে...!
কেউ বৃষ্টির জন্য...!
কেউ খাবারের জন্য...!
কেউ প্রিয় মানুষটার জন্য...!
কেউ ছোট্টএকটা মেসেজের জন্য,
কিংবা কারো একটা
ফোন কলের জন্য
অথবা এক মূহুর্তের জন্য
কারো কন্ঠ শোনার জন্য...!!
সব অপেক্ষার
শেষটা মধুর হয় না...!
কখনো
কখনো বৃষ্টি নামে...!
কখনো কখনো মেঘগুলো
ভীষণ ধোঁকা দিয়ে যায়...!
বিকেল গড়িয়ে
সন্ধ্যা নামে...!
পশ্চিমের আকাশে সূর্যটা
টুপ করে ডুবে যায়...!
কেউ কেউ তখনো আকাশের
দিকে তাকিয়ে অপেক্ষা করে...!
হয়তো আসবে - এই আশায়...!
এক সময় মাথার ওপরে
একটা বিশাল চাঁদ ওঠে...!
চাঁদের রূপালি আলো
ঐ মানুষটার মুখের উপর এসে পড়ে...!
ক্লান্ত মানুষটা অপেক্ষা
করতে করতে তখন ঘুমিয়ে পড়েছে...!
তার অপেক্ষা কিন্তু শেষ হয় নি...!
এবার সে চোখ বুজে অপেক্ষা করছে...!
হয়তো সে স্বপ্নে আসবে।
কিন্তু সে বড় নিষ্ঠুর স্বপ্নেও আসে না।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভ্রমণ জীবনে অনেক ঘটনা ঘটছে তবে সবচেয়ে একটু ব্যতিক্রম ঘটনা (সাজেক ভ্যালী'র)

মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি

নিশি রাতে চাঁন্দের আলো ঘরে ডুকেছে বন্ধু তোমার ভালোবাসা আমায় ছুঁয়েছে ।