মানুষের জীবনধারার সাথে বৃক্ষের জীবনধারার বড্ড বেশী সাদৃশ্য। চর্মচক্ষুকে বড় না ভেবে ।

মানুষের জীবনধারার সাথে বৃক্ষের জীবনধারার বড্ড বেশী সাদৃশ্য।
চর্মচক্ষুকে বড় না ভেবে
কল্পনা আর অনুভূতির চোখকে বড় করে তুললে জীবনের তাৎপর্যটা আমরা খুব সহজেই অনুধাবন করতে পারি।
বৃক্ষের জীবনের গতি ও বিকাশকে উপলব্ধি করা দরকার
নইলে আমাদের জীবনের সার্থকতা আর পরিপূর্ণতার ছবি চোখের সামনে ফুটিয়ে তোলা সম্ভব নয়।
মাটির রস টেনে নিজেকে মোটাতাজা করাতেই বৃক্ষের কাজের পরিসমাপ্তি নয়,
তাকে ফুল ফোটাতে হয়, ফল ধরাতে হয়।
নইলে তার জীবন অসম্পূর্ণ থেকে যায়।
মানুষের ক্ষেত্রেও ঠিক তেমনটাই।
প্রতিটা দিন
লড়াই করে নিজেকে বাঁচিয়ে রাখার মানেই বেঁচে থাকা নয়।
জীবনকে বৃক্ষের মতো ফলে ফুলে সাজানো দরকার কিছু উপলব্ধি আর কিছু ভাল কাজের দ্বারা যা আমাদেরকে বাঁচিয়ে রাখে অন্তত কাল।
কখনো কখনো প্রবল ঝড় হয়, ক্ষতিগ্রস্ত হয় অনেক বৃক্ষ।
কিন্তু তা ক্ষনিক সময়ের জন্য।
অবশেষে ঝড় থেমে যায় আর প্রশান্তির প্রতিকরুপে কাজ করে সেই বৃক্ষগুলোই।
আমাদের ক্ষেত্রেও তাই।
ঝড় তো আসবেই আর এটাই প্রকৃতির নিয়ম।
সেই ঝড়ে ভেঙে না পরে একটু নিজের প্রাপ্তিগুলোর মহিমা নিয়ে বেঁচে থাকাটা কী অনেক বেশি কঠিন ?
ঝড় তো ক্ষনিকের, পরক্ষণে আমরাই তো স্নিগ্ধতার প্রতীক।
তবে কেন এতো দোটানা আমাদের বেঁচে থাকা নিয়ে?
আমরা কী কালো কিংবা রঙিন চশমায় আবৃত যার জন্য প্রকৃতির ধারন করা এই বেঁচে থাকার উদাহরণগুলো আমাদের চোখে পরে না ।
সব কিছুর উদ্ধে আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে,
আর এটাই পৃথিবীর বুকে সবচেয়ে বড় অর্জন।
শুধু বেঁচে থাকলেও জীবনে অনেক কিছুই হয়।
হেরে যাওয়ার জন্য আমাদের জন্ম নয়,
আমাদের জন্ম জয়ী হওয়ার জন্য,
,সুতরাং আমার বাঁচবো।
জীবনকে বুঝিয়ে দেয়া উচিত আমরা কতটা তেজস্বী আমরা কতটা বলবান।
সুতরাং সম্মান নিয়ে বেঁচে থাকার চেষ্টা করুন জীবনের শেষ সূর্যাস্ত পর্যন্ত।
জীবনের কাছে হেরে গিয়ে মৃত্যুবরন করা কাপুরুষতার বহিঃপ্রকাশ।
কিন্তু আমরা তো তা নই, সর্বপরি আমরা মানুষ,
আমরাই সেরা।

আমাদের বেঁচে থাকাটাও সেই সেরকম কিছু সেরার তালিকায় অন্তর্ভুক্ত করাই আমাদের লক্ষ্য।
ঐকান্তিকতায় পরিপূর্ণ হোক প্রতিটি মানুষের বেঁচে থাকা এই প্রত্যাশায় আমি।
_______________________আব্দুল মালেক শুভ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশের জাতীয় পতাকা সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্নাবলী

সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি তাইতো আমি বসে একা

Why I Hate My Life? Steps reasonable.| Properly I hate my life Disgusting