ভ্রমণ জীবনে অনেক ঘটনা ঘটছে তবে সবচেয়ে একটু ব্যতিক্রম ঘটনা (সাজেক ভ্যালী'র)
ভ্রমণ জীবনে অনেক ঘটনা ঘটছে তবে সবচেয়ে একটু ব্যতিক্রম ঘটনা (সাজেক ভ্যালী'র) প্রথম,একটি ঘটনা শেয়ার করলাম, দিন টি ছিলো ( সোমবার) তারিখ ৮ জুলাই ২০১৯ সময় ৯:১৫ এম আমরা ৬ বন্ধু আমি, জাহিদ হাসান , আব্দুল্লাহ আল-মাসুম, আশরাফ সুজন, মেজবাহ উদ্দিন রুপম, আব্দুল আলিম, সবাইর বাড়ী কুমিল্লা সবাই মিলে প্লান ঢাকা থেকে সাজেক যাবো ৭-জুন-২০১৯ তারিখে রাত ১০:৩০ শ্যামলী বাসে উঠি। সাজেক ভ্যালির উদ্দেশ্য রওয়ানা হয় খাগড়াছড়ি শাপলাচত্বর থেকে এই লেগুনা /বা চান্দের গাড়ি তে উঠি ৮:৪০ এর দিকে বাগাইচড়ি আসার ঠিক কয়ক কিলোমিটার আগে এক্সিডেন্ট হয়। পাহাড় অনেক উচ্চতায় চিলো তখন আমাদের চান্দের গাড়ি। একটা ট্রাকে সাইড দিতে গিয়ে সামনে চিলো লেগুনা / বা চান্দের গাড়ি পরে এসে থাপ থাপ করে মুখামুখি সংঘ হয় আমাদের তেমেন কিছু হয় নাই আমরা সবাই অনপ্রস্তুত চিলাম যে যার মত করে। আল্লাহ আমাদের রক্ষা করছে, আমরা পাহাড় এর অনেক উচ্চতায় চিলাম রাস্তার ঠিক এক ফিট পাশে খালি চিলো চান্দের গাড়ী টা পাহাড়ের নিচে পড়ে যেতো। একটু বাকা করলে আমরা প্রায় ...
মন্তব্যসমূহ