তুমি চাইলে আমি তোমার... , না চাইলেও তুমি আমার
তুমি চাইলে আমি তোমার... ,
না চাইলেও তুমি আমার ।
তুমি বসে থাকলে আমি
আবেগে উড়ে যাই ,
তুমি চলে গেলে আমি
আমি যেন আমি নাই ।
তুমি চাইলে আমি তোমার... ,
না চাইলেও তুমি আমার ।
অনন্ত রাতের ছায়া পথে ,
হারিয়েছো কিনা জানিনা ।
শুধু জানি তুমি আছো খুব কাছে ,
ছোয়াতো যাবে না ... ।
তোমায় আমি লিখে দিলাম ,
আমার প্রিয় আকাশ ।
তোমার মাঝে গড়ি আমি
আমার বসবাস ।
তুমি চাইলে আমি তোমার... ,
না চাইলেও তুমি আমার ।
ঘুম ভাঙা অস্থির প্রহরে
সাদাকালো রোদের আল্পনা ,
নিশ্বাস ফিরে আসে বারেবার ,
ফিরে আসে তোমার কল্পনা ।
তোমায় আমি লিখে দিলাম ,
আমার প্রিয় শহর ।
তোমার মাঝে ছুঁয়ে দিলাম
আমার পূর্ণিমা রাত ।
তুমি চাইলে আমি তোমার... ,
না চাইলেও তুমি আমার ।
তুমি বসে থাকলে আমি
আবেগে উড়ে যাই ,
তুমি চলে গেলে আমি
আমি যেন আমি নাই ।
তুমি চাইলে আমি তোমার... ,
না চাইলেও তুমি আমার ।
তুমি চাইলে আমি তোমার... ,
না চাইলেও তুমি আমার ।
মন্তব্যসমূহ