কোনো রাগ কোনো অভিমান কোনো কিছু নাই কারো জন্য কারো প্রতি। তবে রাগ অভিমান হবে কিভাবে কেউ নাই

ব্যতিক্রমী মানুষের মাঝে আমি ও একজন, ব্যতিক্রমী
-
শুধু মাত্র আমি মনে হয় একজন মাত্র । 

-
কোনো রাগ কোনো অভিমান কোনো কিছু নাই
কারো জন্য কারো প্রতি।
-
তবে রাগ অভিমান হবে কিভাবে কেউ নাই
যে তার সাথে রাগ অভিমান ভাগ করবো।
-
সে সৌভাগ্য হয় নি আর কখনো হবে ও না,
-
তবে একা থাকা ব্যাপার গুলো অন্যরকম থাকে।
-
নতুন একটি অধ্যায় শুভ সূচনা করা যায় যাত্রাপথ চলায়।

তবে জীবনে কখনো কারো চাহিদা পুরাই না
চাহিদা অপর্নতা রয়ে যায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে রসিক আমার মন বান্ধিয়া পিন্জর বানাইছে

মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি