জোছনা জলের ভেলায় চড়ে মেঘের বাড়ি যাই মেঘ যে আমার ভীষণ প্রিয় মেঘের মাঝে লুকাই৷৷

জোছনা জলের ভেলায় চড়ে মেঘের বাড়ি যাই মেঘ যে আমার ভীষণ প্রিয় মেঘের মাঝে লুকাই৷৷
মেঘে মেঘে কাটে বেলা মনের মাঝে লাগে দোলা তোমায় ভেবে আকাশ নীলে আমি স্বপ্নে হারাই, স্বপ্নে হারাই দিনের আলোয় পাই না খুঁজে সুখেরী অবসর রাতের বেলায় আকাশ জুড়ে জোছনার ই শহর মেঘে মেঘে কাটে বেলা মনের মাঝে লাগে দোলা তোমায় ভেবে আকাশ নীলে আমি স্বপ্নে হারাই়, স্বপ্নে হারাই.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনকে সঠিক পথে পরিচালনা করা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যার জন্য প্রয়োজন ধৈর্য, শৃঙ্খলা এবং সঠিক মানসিকতা। আপনার জীবনকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সাজানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ যুক্তি ও নির্দেশিকা আমি নিচে একটি ফাইলে বিস্তারিতভাবে তুলে ধরছি।

🚀 লাভজনক মোটর পার্টসের ব্যবসার মূল চাবিকাঠি।

বাংলাদেশের জাতীয় পতাকা সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্নাবলী