জোছনা জলের ভেলায় চড়ে মেঘের বাড়ি যাই মেঘ যে আমার ভীষণ প্রিয় মেঘের মাঝে লুকাই৷৷

জোছনা জলের ভেলায় চড়ে মেঘের বাড়ি যাই মেঘ যে আমার ভীষণ প্রিয় মেঘের মাঝে লুকাই৷৷
মেঘে মেঘে কাটে বেলা মনের মাঝে লাগে দোলা তোমায় ভেবে আকাশ নীলে আমি স্বপ্নে হারাই, স্বপ্নে হারাই দিনের আলোয় পাই না খুঁজে সুখেরী অবসর রাতের বেলায় আকাশ জুড়ে জোছনার ই শহর মেঘে মেঘে কাটে বেলা মনের মাঝে লাগে দোলা তোমায় ভেবে আকাশ নীলে আমি স্বপ্নে হারাই়, স্বপ্নে হারাই.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে রসিক আমার মন বান্ধিয়া পিন্জর বানাইছে

মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি