কি করে তোকে রাখব ধরে বলনা তুই আমাই,

কি করে তোকে রাখব ধরে বলনা তুই আমাই, কত ভালবাসা কত সুখে ভাষা কেন সবিই বদলে যাই। ওওওও কি করে তোকে রাখব ধরে বলনা তুই আমাই,
কত ভালবাসা কত সুখে ভাষা কেন সবিই বদলে যাই। এক অচেনা ঝড়ে সব ভেংগে পড়ে বার বার হয়ে যাই মন
কেমন করে বলনা থাকবি দুরে হ্রিদয়ে তুই সারা খন। কত ফেলে আসা স্রিতি ভর করে রোজি হ্রিদয়ের আংগিনাই সে চেনা গনফহ রাজ পথস্রতস করে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশের জাতীয় পতাকা সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্নাবলী

সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি তাইতো আমি বসে একা

Why I Hate My Life? Steps reasonable.| Properly I hate my life Disgusting