কেনো হঠাৎ তুমি এলে? কেনো নয় তবে পুরোটা জুড়ে?

বড়ো অবেলায় পেলাম তোমায় কেনো এখনি যাবে হারিয়ে? কি করে বল রবো একেলা? ফিরে দেখো আছি দাড়িয়ে দাড়িয়ে… কেনো হঠাৎ তুমি এলে? কেনো নয় তবে পুরোটা জুড়ে? আজ পেয়েও হারানো যায়না মানা বাঁচার মানেটা রয়ে যাবে দূরে। শুনছো কি তুমি আমাকে? ছিলে আমার হয়ে পুরোটাই যাবে কোথায় রেখে আমায়? এ পথচলায় তোমাকেই চাই শুনছো কি তুমি আমাকে? ছিলে আমার হয়ে পুরোটাই যাবে কোথায় রেখে আমায়? এ পথচলায় তোমাকেই চাই কেনো হঠাৎ তুমি এলে? কেনো নয় তবে পুরোটা জুড়ে? আজ পেয়েও হারানো যায়না মানা বাঁচার মানেটা রয়ে যাবে দূরে। তোমাকে ভেবে পৃথিবী আমার আমার ভেতর শুধু তুমি আরতো কিছুই পায়নি ঠাই তোমাকে ভেবে পৃথিবী আমার অদেখা তবু এঁকে যাই আমার ভেতর শুধু তুমি আরতো কিছু পায়নি ঠাই কেনো হঠাৎ তুমি এলে? কেনো নয় তবে পুরোটা জুড়ে? আজ পেয়েও হারানো যায়না মানা বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনকে সঠিক পথে পরিচালনা করা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যার জন্য প্রয়োজন ধৈর্য, শৃঙ্খলা এবং সঠিক মানসিকতা। আপনার জীবনকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সাজানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ যুক্তি ও নির্দেশিকা আমি নিচে একটি ফাইলে বিস্তারিতভাবে তুলে ধরছি।

আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের নাম সংযোজিত হয়েছিল বিশ্বমানচিত্রে।

🚀 লাভজনক মোটর পার্টসের ব্যবসার মূল চাবিকাঠি।