স্বপ্ন রাত মেঘের আড়ালে দেখা পেলনা শুধু যেন এখনও পথ চেয়ে থাকি শুধু যেন এখনও পথ চেয়ে ডাকি

স্বপ্ন রাত মেঘের আড়ালে দেখা পেলনা স্বপ্ন রাত মেঘের আড়ালে দেখা পেলনা শুধু যেন এখনও পথ চেয়ে থাকি

শুধু যেন এখনও পথ চেয়ে ডাকি চন্দ্রটা গল্পের মুখ ফেরালে ভেঙে পরোনা ভেঙে পরোনা স্বপ্ন রাত মেঘের আড়ালে দেখা পেলনা কখনও তোমার চোখে জল এলে মেঘ হয়ে বুকে তুলে নেব কখনও যদি মনে ঝড় ওঠে ভয় কেন পাশে যেন আছি শুধু যেন এখনও পথ চেয়ে থাকি শুধু যেন এখনও পথ চেয়ে ডাকি চন্দ্রটা গল্পের মুখ ফেরালে ভেঙে পরোনা ভেঙে পরোনা স্বপ্ন রাত মেঘের আড়ালে দেখা পেলনা কখনও এ গান যদি যায় থেমে সুখ পাখি সুরে গেয়ে যাবে কখনও যদি সবাই যায় ছেরে তখনও আমায় কাছে পাবে শুধু যেন এখনও পথ চেয়ে থাকি শুধু যেন এখনও পথ চেয়ে ডাকি চন্দ্রটা গল্পের মুখ ফেরালে ভেঙে পরোনা ভেঙে পরোনা স্বপ্ন রাত মেঘের আড়ালে দেখা পেলনা স্বপ্ন রাত মেঘের আড়ালে দেখা পেলনা শুধু যেন এখনও পথ চেয়ে থাকি শুধু যেন এখনও পথ চেয়ে ডাকি চন্দ্রটা গল্পের মুখ ফেরালে ভেঙে পরোনা ভেঙে পরোনা

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে রসিক আমার মন বান্ধিয়া পিন্জর বানাইছে

মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি