সে আমারে আমার হতে দেয় না Dreams Queen H

সে আমার
সে আমারে আমার হতে দেয় না
কার কপালের টিপ কার হয়ে যায়
চলে গিয়ে ভুল করছে
ভুল করে সে ফুল হয়ে যায়
সে আমারে আমার হতে দেয় না
কোন সে ভারে নুইয়ে পড়ে
কুয়া তলে নৌকা দোলে সে আমারে আমার হতে দেয় না
কোন সে রাতে আঁচল নাচে
শীতের গায়ে পিঠা উড়ে
সে আমারে আমার হতে দেয় না কার কপালের টিপ কার হয়ে যায় চলে গিয়ে ভুল করছে
ভুল করে সে ফুল হয়ে যায়
সে আমারে আমার হতে দেয় না
সে আমারে আমার হতে দেয় না
সে আমারে আমার হতে দেয় না
সে আমারে আমার হতে দেয় না

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনকে সঠিক পথে পরিচালনা করা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যার জন্য প্রয়োজন ধৈর্য, শৃঙ্খলা এবং সঠিক মানসিকতা। আপনার জীবনকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সাজানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ যুক্তি ও নির্দেশিকা আমি নিচে একটি ফাইলে বিস্তারিতভাবে তুলে ধরছি।

🚀 লাভজনক মোটর পার্টসের ব্যবসার মূল চাবিকাঠি।

বাংলাদেশের জাতীয় পতাকা সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্নাবলী