অনুভূতিগুলোকে ভাষায় ফেলতে চাই যেন বুঝতে পারো আমায় দুর্বোধ্য হবার নেই যে সময়, তবুও সব বিমূর্ত হয়ে যায়...

অনুভূতিগুলোকে ভাষায় ফেলতে চাই যেন বুঝতে পারো আমায় দুর্বোধ্য হবার নেই যে সময়,
তবুও সব বিমূর্ত হয়ে যায়... বুঝতে তুমি চাও নি এ হৃদয় আমার একাকী অস্থিরতায় হয়তোবা ভুলগুলো আমার ছিল লুকোনো অনুভূতির ভাষায়... বর্ণ খুঁজি আমি বর্ণ খুঁজি খুঁজতে চাই তোমায় এই কুয়াশায় আগলে রাখা বর্ণগুলো তোমার ঘন কুয়াশায় মিলিয়ে যায় বুঝতে তুমি চাও নি এ হৃদয় আমার একাকী অস্থিরতায় হয়তোবা ভুলগুলো আমার ছিল লুকোনো অনুভূতির ভাষায়...

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে রসিক আমার মন বান্ধিয়া পিন্জর বানাইছে

মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি