স্বপ্ন মাঝে প্রতিটি রাতে আসো তুমি মনের ঘরে ছড়িয়ে দাও সুখের আবেশ খুব গোপনে চুপি সাড়ে অঝর ধারায় যাই ভিজে যাই তোমারি পরশ যখনি পাই
স্বপ্ন মাঝে প্রতিটি রাতে
আসো তুমি মনের ঘরে
ছড়িয়ে দাও সুখের আবেশ
খুব গোপনে চুপি সাড়ে
অঝর ধারায় যাই ভিজে যাই
তোমারি পরশ যখনি পাই
মনের যত চাওয়া পাওয়া
সবি শুধু তোমায় ঘিরে
ও... সারা বেলা সারাটিক্ষন
তুমি থাকো হৃদয় জুড়ে
ও... ছড়িয়ে দাও সুখের আবেশ
খুব গোপনে চুপি সাড়ে
অঝর ধারায় যাই ভিজে যাই
তোমারি পরশ যখনি পাই
একলা বড় তোমায় ছাড়া
থেকো পাশে সারাজীবন
ও... তোমার মাঝে গড়ব আমি
ভালবাসার সুখের ভুবন
ও... ছড়িয়ে দাও সুখের আবেশ
খুব গোপনে চুপি সাড়ে
অঝর ধারায় যাই ভিজে যাই
তোমারি পরশ যখনি পাই
মন্তব্যসমূহ