সে যে একাকী ডানা মেলে জোছনা উড়ছে মেঘের ভেলা নামছে শ্রাবণধারা বন্ধু কাছে তুমি আসো না

এইরাতে দূরে থেকো না ভালোবেসে কিছু করো না আজ মন ছুঁয়ে যাক না তোমায়
বইছে মাতাল হাওয়া জ্বলছে সন্ধ্যা তারা বন্ধু ছাড়া এ মন মানে না হৃদয়ে সাজানো কল্পনা সে যে একাকী ডানা মেলে জোছনা উড়ছে মেঘের ভেলা
নামছে শ্রাবণধারা বন্ধু কাছে তুমি আসো না প্রেমের-ই আঁকানো আল্পনায় সে যে নীরবে রঙ মাখে জানেনা বইছে নীরব বাতাস মন যে দিশেহারা বন্ধু চলে তুমি যেওনা

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে রসিক আমার মন বান্ধিয়া পিন্জর বানাইছে

মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি