রাত নিঝুম চোখে নেই যে ঘুম ঝিরি ঝিরি বাতাসের আলাপনে কে তুমি বল কি খুঁজো

রাত নিঝুম চোখে নেই যে ঘুম ঝিরি ঝিরি বাতাসের আলাপনে কে তুমি বল কি খুঁজো
আজ বলে যাও আবেগি রাতে বিবাগী মন ছুঁয়ে দাও রাত নিঝুম চোখে নেই যে ঘুম ঝিরি ঝিরি বাতাসের আলাপনে চৈতালী মেঘে সপ্নরা অনুরনে ওড়ে কার আলো মনে ওওওওওহো জলসিঁড়ির মনের আড়ালে
দীপ জ্বেলে পাশের আড়ালে মৌনতা ভেঙ্গে দেয় কবে কার অভিমান কে তুমি বল কি খুঁজো আজ বলে যাও আবেগি রাতে বিবাগী মন ছুঁয়ে দাও চাঁদ জ্বলা রাত আঁচলে মৃদু আলো মৃদু ছায়াতে কখনো খুঁজে পাই কখনো যে তুমি নাই

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনকে সঠিক পথে পরিচালনা করা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যার জন্য প্রয়োজন ধৈর্য, শৃঙ্খলা এবং সঠিক মানসিকতা। আপনার জীবনকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সাজানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ যুক্তি ও নির্দেশিকা আমি নিচে একটি ফাইলে বিস্তারিতভাবে তুলে ধরছি।

🚀 লাভজনক মোটর পার্টসের ব্যবসার মূল চাবিকাঠি।

বাংলাদেশের জাতীয় পতাকা সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্নাবলী