রাত নিঝুম চোখে নেই যে ঘুম ঝিরি ঝিরি বাতাসের আলাপনে কে তুমি বল কি খুঁজো

রাত নিঝুম চোখে নেই যে ঘুম ঝিরি ঝিরি বাতাসের আলাপনে কে তুমি বল কি খুঁজো
আজ বলে যাও আবেগি রাতে বিবাগী মন ছুঁয়ে দাও রাত নিঝুম চোখে নেই যে ঘুম ঝিরি ঝিরি বাতাসের আলাপনে চৈতালী মেঘে সপ্নরা অনুরনে ওড়ে কার আলো মনে ওওওওওহো জলসিঁড়ির মনের আড়ালে
দীপ জ্বেলে পাশের আড়ালে মৌনতা ভেঙ্গে দেয় কবে কার অভিমান কে তুমি বল কি খুঁজো আজ বলে যাও আবেগি রাতে বিবাগী মন ছুঁয়ে দাও চাঁদ জ্বলা রাত আঁচলে মৃদু আলো মৃদু ছায়াতে কখনো খুঁজে পাই কখনো যে তুমি নাই

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে রসিক আমার মন বান্ধিয়া পিন্জর বানাইছে

মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি