ছিলনা যাবার কথা তবু চলে গেলে, মাঝরাতে ঘুম ভেঙ্গে কাঁদাবে বলে

ছিলনা যাবার কথা তবু চলে গেলে, মাঝরাতে ঘুম ভেঙ্গে কাঁদাবে বলে. ছিলনা যাবার কথা তবু চলে গেলে,
মাঝরাতে ঘুম ভেঙ্গে কাঁদাবে বলে.
কত না যাতনা নিয়ে বসে আছি, শুকনো বাগানে আজ ডাকে মৌমাছি... হয়তো তোমার চোখে আজ, কারো স্বপ্ন দোলে. ছিলনা যাবার কথা তবু চলে গেলে, মাঝরাতে ঘুম ভেঙ্গে কাঁদাবে বলে. পলাশের রঙে ছিলো চোখ দুটি রাঙা, মুখের দুপাশ আজ ক্লান্তিতে ভাঙ্গা... পলাশের রঙে ছিলো চোখ দুটি রাঙা, মুখের দুপাশ আজ ক্লান্তিতে ভাঙ্গা.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশের জাতীয় পতাকা সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্নাবলী

সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি তাইতো আমি বসে একা

Why I Hate My Life? Steps reasonable.| Properly I hate my life Disgusting