জানালাটা খুলে দাও, আকাশে আকাশে এইবার বলো ভালবাসি!

জানালাটা খুলে দাও, আকাশে আকাশে
এইবার বলো ভালবাসি!

এইবার আমাকে বলে দাও
কতো লাল হলে চোখ আমার হবে ?

হঠাৎ করে অঙ্গ ছুয়ে যায়
ফিরে আসো, মেঘ করো আমায়!

ভুল আদরের ক্ষতো এ মনে
লেগে থাকে নখের দাগে

বলছিনা আমার হতে হবে
বলছিনা হতেই হবে আমার
শুধু যখন একি হাত
অন্য ভাবে আঙ্গুল ধরে
বলছিনা আমার হতেই হবে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনকে সঠিক পথে পরিচালনা করা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যার জন্য প্রয়োজন ধৈর্য, শৃঙ্খলা এবং সঠিক মানসিকতা। আপনার জীবনকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সাজানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ যুক্তি ও নির্দেশিকা আমি নিচে একটি ফাইলে বিস্তারিতভাবে তুলে ধরছি।

🚀 লাভজনক মোটর পার্টসের ব্যবসার মূল চাবিকাঠি।

বাংলাদেশের জাতীয় পতাকা সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্নাবলী