আমি নিজে নিজকে প্রশ্ন করলে ও উত্তর মিলেছেনা অনেক।
আমি নিজে নিজকে প্রশ্ন করলে ও
উত্তর মিলেছেনা অনেক।
-
যে মানুষটি আমাকে অবহেলা করে।
-
সহজ একটা প্রশ্ন
-
মন থেকে কাউকে ভূলে থাকা টা একশ বার সপথ নিলে ও কেনো ভূলতে পারি না,
-
কি আছে তার মাঝে যে তাকে আমাকে সব সময় মনে রাখতে হবে।
-
সেতো আমায় নিয়ে ভাবে না কোনো চিন্তা করে না আমাকে প্রতিনিয়ত গ্রিন্না করে।
-
তাকে কি ভূলে থাকা যাবে না আমার দ্বারা,
-
আমি তাকে একটু বেশি ভালোবাসি বেশি তাই ভূলতে
সময় লাগছে, যে করে হোক ভূলে থাকতে হবে।
-
তবে যে করে হোক নিজকে যেভাবে হোক পরিবর্তন করতে হবে তা না হলে ভবিষ্যৎ চলা মশকিল হয়ে পড়বে।
-
একটা সম্পর্ক থাকে ২ জন মিলে হয়।
-
এখানে একজন সব সময় নিজের ইচ্ছা প্রকাশ করে তার কাছে,
-
যাকে ইচ্ছা র কথা বলবেন সে কিন্তু কোনো কিছু তে আপনাকে গুরুত্ব দিচ্ছে না।
-
এক মূর্হতের জন্য আপনার সাথে কথা বলে না
কথা বলতে ইচ্ছুক না,
সব কিছু এড়িয়ে চলে।
-
তাহলে কেনো আপনি ভালোবাসবেন।
-
আমি সেই নৌকার মাঝী ।
-
আপনি যাকে সত্যি কারি ভালোবাসবেন সে কখনো আপনাকে গুরুত্ব দিবে না।
-
এবং যাকে আপনি ভালোবাসেন,
-
সে আবার আরেক জনকে ভালোবাসে মনপ্রান দিয়ে কিন্তু তাকে।
-
ওই ব্যক্তি তাকে গুরুত্ব দেয় না,
-
পৃথিবীর সব কষ্ট মেনে নেওয়া যায়,
শুধু মেনে নেওয়া যায় না।
-
ভালোবাসার মানুষের অবহেলা
-
এভাবে কি সব সম্পর্ক হয়।
-
তোর জন্য শেষ কিছু লেখা।
-
আর কতটা চাইলে তোমাকে
পাওয়া যাবে।
-
আর কতটা কষ্ট পেলে
তুমি আমাকে ভালোবাসবে।
-
আর কতটা নিঃশ্চুপ থাকলে
তুমি সাড়া দিবে।
-
আর কত টা ভাঙ্গলে
তুমি সৃষ্টিতে মাতবে।
-
আর কত নিঃসঙ্গ হলে
আমাকে পূর্নতা দেবে।
-
আর কত দিশেহারা হলে
আমাকে পথ দেখাবে।
-
আর কতটা রক্তক্ষরনে
আমাকে স্পর্শ করবে।
-
আর কতটা রাত জাগলে
আমাকে ঘুম দিবে।
-
আর কত আর কতটা
প্রহর গুনতে হবে আমাকে।
-
তবে ভাবতে পারিস বটে, আমি একটা পাগল ছেলে
এ শেষ আর লিখবো না তোকে নিয়ে।
-
লিখতে লিখতে কলম পুরিয়ে যাবে তোর লিখা শেষ হবে না।
-
কান্নায় লজ্জার কিছু নেই
যে ভালোবাসতে জানে,
সে-ই কাঁদতে পারে।
-
ক্ষমা করিস আমায়,
দোয়া করিস তোকে ভূলে থাকার জন্য যেনো তোকে চিরতরে ভূলে যায়।
মন্তব্যসমূহ