অগ্নি-ঝরা মার্চে ভগ্ন মনোরথ, লেলিহান অগ্নিতে জ্বলে রাজপথ

অগ্নি-ঝরা মার্চে ভগ্ন মনোরথ,
লেলিহান অগ্নিতে জ্বলে রাজপথ।
সাধারণ মানুষের জীবন বিনাশ,
পথে-ঘাটে জ্বলে-পুড়ে হয়ে যায় লাশ।

স্বাধীনতার চেতনায় কাম্য এ নয়,
জীবন-বিধান যেন সুনিশ্চিৎ হয়।
৫২-র আঙিনায় পুতেছি যে বীজ,
উঠেছে ফুটিয়া আজি সেই সরসিজ।

স্বধীনতা মানে যদি অনিরুদ্ধ রবে,
জীবন-জীবিকা কেন অবরুদ্ধ হবে?
কে দিবে অভয়-বাণী সান্ত্বনার সুরে,
স্বাভাবিক সেই দিন আর কত দূরে?

লাঞ্ছনা বঞ্চনা আশা করি নাই,
সুষ্ঠু সুন্দর দিন ফিরে যেন পাই।
সকলের চাওয়া-পাওয়া, এইতো কামনাম,
রাজপথে রেখে যাবো শুভ আলপনা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে রসিক আমার মন বান্ধিয়া পিন্জর বানাইছে

মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি